• NEWS PORTAL

  • শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

শ্বাসরুদ্ধকর নিয়ম রক্ষার খেলা, সুপার ওভারে হারলো শ্রীলঙ্কা

প্রকাশিত: ০১:০১, ২৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০১:০২, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
শ্বাসরুদ্ধকর নিয়ম রক্ষার খেলা, সুপার ওভারে হারলো শ্রীলঙ্কা

এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে নিয়ম রক্ষার খেলায় শ্বাস রুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতের দেওয়া ২০৩ রানের টার্গেটে খেলতে নেমে ড্র করেছে শ্রীলঙ্কা। পরবর্তীতে তা সুপার ওভারে গড়িয়েছে। শেষ পর্যন্ত এক ওভারের খেলায় ১০ উইকেটে জিতেছে ভারত।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় শুরু হওয়া ম্যাচের আগে টস জিতে শ্রীলঙ্কা। পরে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় অধিনায়ক চারিথ আশালঙ্কা। প্রথম ইনিংসে ভারত নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করে। ভারতের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেছে অভিষেক শর্মা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ঝড়ো ইনিংস খেলে শেষ পর্যন্ত শ্রীলঙ্কাও ২০২ রান করতে সক্ষম হয়। লঙ্কান ব্যাটসম্যানদের মধ্যে পাথুম নিশাঙ্কা ১০৭ রান করেছেন।

এরপর হয় সুপার ওভারের খেলা। ৬ বলের ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা করে মাত্র ২ রান। ভারত প্রথম বলে তুলে নেয় ৩ রান, জয় পায় ১০ উইকেটের।

সূত্র: ক্রিকইনফো

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2