• NEWS PORTAL

  • রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

কে পাচ্ছেন এশিয়া কাপের ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কার?

প্রকাশিত: ১১:৪৯, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
কে পাচ্ছেন এশিয়া কাপের ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কার?

মাস্টার ব্লাস্টার অভিষেক শর্মার হাত থেকে মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট-পুরস্কারটি কে কেড়ে নিবে? এশিয়া কাপ ২০২৫ স্মরণীয় একটি আসরই কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেটের এই হার্ড হিটিং ওপেনার।

অসাধারণ একটি টুর্নামেন্ট কাটাচ্ছেন অভিষেক শর্মা। ৬ ম্যাচে তিন হাফ সেঞ্চুরিতে ৩০৯ রান, গড় ৫১ দশমিক পঞ্চাশ; সবচেয়ে গুরুত্বপূর্ণ তার স্ট্রাইক রেট। এই আসরে একমাত্র ব্যাটসম্যান আভিষেক যার স্ট্রাইক রেট দুই'শর উপরে। ৬ ম্যাচে ছক্কা হারিয়েছেন ১৯টি, যা টুর্নামেন্ট রেকর্ড।

ভারত চ্যাম্পিয়ন হোক বা না হোক- এমভিপি ট্রফি ও ২০ হাজার ডলার প্রাইজমানি অভিষেকের থেকে থেকে অন্য কারও কেড়ে নেওয়া কঠিন চ্যালেঞ্জের বিষয়। তবে, অভিষেককে যে দুজন চ্যালেঞ্জ জানাতে পারতেন সেই পাথুম নিশাঙ্কা ও সাইফ হাসান- দু'জনের দলই সুপার ফোর থেকে বিদায় নেওয়ায় ফাইনালে নিজেদের প্রমাণ করতে পারলেন না তারা।

এই এশিয়া কাপে এখন পর্যন্ত একমাত্র সেঞ্চুরিয়ান পাথুম নিশাঙ্কা ৬ ম্যাচে এক সেঞ্চুরি ও দুই হাফসেঞ্চুরিতে ৪৩ দশমিক পঞ্চশ গড়ে করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ২৬১ রান। তার স্ট্রাইক রেটও ১৬০ এর উপরে।

অন্যদিকে, সাইফ হাসান এই টুর্নামেন্টে ছিলেন টাইগারদের সেরা ব্যাটসম্যান। ৪ ম্যাচ খেলে ২ হাফ সেঞ্চুরিতে ৪৪ দশমকি ৫০ গড়ে করেছেন ১৭৮ রান। তবে, ১২৮ স্ট্রাইক রেট নিয়ে অভিষেক ও নিশাঙ্কার চেয়ে পিছিয়ে আছেন। যদিও অভিষেকের পর আসরে দ্বিতীয় সর্বোচ্চ ১২টি ছক্কা মেরে নিজের দক্ষতা তুলে ধরেছেন সাইফ।

বোলিংয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ ১৩ উইকেট নিয়ে ভারতের স্পিনার কুলদ্বিপ যাদবেরও সুযোগ আছে এমভিপি হবার। পাকিস্তানের শাহীন আফ্রিদী ৯ উইকেট নিয়ে আসরের দ্বিতীয় সেরা বোলার।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2