পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১৪৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ২ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় সুরিয়াকুমার যাদবের দল।
ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেছে তিলক ভার্মা (৬৯)। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৫৭ রান সংগ্রহ করেছে সাহিবজাদা ফারহান। ভারতের হয়ে সর্বোচ্চ ৪ ইউকেট নিয়েছে যাদব। বুমরা, বরুন ও আক্সার পেয়েছেন ২টি করে উইকেট। অন্যদিকে, পাকিস্তানের হয়ে ফাহিম আশরাফ পেয়েছে ২ উইকেট।
এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতকে ১৪৭ রানের টার্গেট দেয় ফখর জামানরা। নির্ধারিত ২০ ওভারের ৫ বল বাকি থাকতে ১৪৬ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ওপেনার শাহিবজাদা ফারহান ৩৮ বলে ৫৭, ফখর জামান ৩৫ বলে ৪৬ এবং সায়েম আইয়ুব ১১ বলে ১৪ রান করেন। এছাড়াও, তিনজন শূন্য রানে আউট হয়েছে, দুইজন করেছেন ৬ রান, দুইজন ১ রান এবং একজন করেছেন ৮ রান।
অন্যদিকে, ভারতের হয়ে শিবম দুবে ৩৩, স্যামসন ২৪, গিল ১২, অভিষেক ৫ ও সুরিয়া যাদব করেছেন ১ রান। শেষে ৪ হাকিয়ে ম্যাচ জিতিয়েছে রিংকু।
সূত্র: ক্রিকইনফো
বিভি/পিএইচ
মন্তব্য করুন: