• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি হলেন বাংলাদেশের সাবেক কোচ

প্রকাশিত: ১৩:৩৮, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি হলেন বাংলাদেশের সাবেক কোচ

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার মিঠুন মানহাস। বিসিসিআইয়ের ৩৭তম সভাপতি হলেন ৪৫ বছর বয়সী মানহাস।  তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন।

জানা যায়, ভারতের ঘরোয়া ক্রিকেটে দিল্লীর হয়ে খেলেছেন মিঠুন মানহাস। প্রথম শ্রেণির ক্রিকেট, লিস্ট ‘এ’ ক্রিকেটের পাশাপাশি আইপিএলে ৫৫ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে মানহাসের। সব মিলিয়ে ২৭ সেঞ্চুরির পাশাপাশি হাঁকিয়েছেন ৪৯টি ফিফটি। ২০০৭-০৮ মৌসুমে দিল্লীর রঞ্জি ট্রফি জয়েও ৯২১ রান করে অবদান রাখেন মানহাস।  

আইপিএলে দিল্লী ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লী ক্যাপিটালস), পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া (বর্তমানে বিলুপ্ত) এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন মানহাস। ভারতের তৃতীয় সাবেক ক্রিকেটার হিসেবে বিসিসিআইয়ের সভাপতি হলেন মানহাস।

এর আগের বিসিসিআইয়ের সভাপতি হন সৌরভ গাঙ্গুলী ও রজার বিনি। ৭০ বছর পূর্ণ হওয়ায় সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ান বিনি। অন্যদিকে, সৌরভ কিছুদিন আগেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2