• NEWS PORTAL

  • বুধবার, ০১ অক্টোবর ২০২৫

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বড় দায়িত্ব পেলেন বিসিবি সভাপতি

প্রকাশিত: ২১:৫১, ৩০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২১:৫২, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বড় দায়িত্ব পেলেন বিসিবি সভাপতি

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দুই বছরের জন্য তিনি এই ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব পেলেন।

এক যুগের বেশি সময় জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেছেন আমিনুল। তিনি বাংলাদেশের হয়ে ১৩টি টেস্ট ও ৩৯টি ওয়ানডে খেলেছেন। দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানও তিনি। ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর কোচিংয়ে যুক্ত হন।

গত এক দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। বিসিবিতে যোগ দেয়ার আগে আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছিলেন।

চলতি বছরের মে থেকে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করছেন আমিনুল ইসলাম বুলবুল। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2