• NEWS PORTAL

  • রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড, মুশফিকের শততম টেস্ট মিরপুরেই

প্রকাশিত: ২৩:১৩, ৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড, মুশফিকের শততম টেস্ট মিরপুরেই

ছবি: মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম টেস্ট ক্যারিয়ারে অনন্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন। লাল বলের ক্রিকেটে ৯৮টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। আর দুটি টেস্ট খেললেই পৌঁছে যাবেন দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে। তার সামনে সেই সুযোগও এসেছে। 

আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নিশ্চিত হয়ে গেলো মুশফিকুর রহিমের শততম টেস্টের ভেন্যু।

দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে আইরিশরা। প্রথম টেস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১১ নভেম্বর শুরু হবে। এরপর ঢাকায় ফিরে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৯ তারিখ শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সব ঠিক থাকলে সেটিই হবে মুশফিকের শততম টেস্ট।

এখন পর্যন্ত ৯৮ টেস্টে ১২ সেঞ্চুরি ও ২৭ ফিফটির সৌজন্যে ৩৮.১০ গড়ে ৬ হাজার ৩২৮ রান করেছেন ৩৮ বছর বয়সী ব্যাটার।

এটিই হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের প্রথম পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ। এর আগে ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছিলো দুই দল। যেখানে স্বাগতিকরা ৭ উইকেটে জিতেছিলো।

টেস্ট সিরিজ শেষে চট্টগ্রামে চলে যাবে দুই দল। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেট্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি। 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2