• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

এবার আর আফসোস নয়, বিগ ব্যাশে খেলতে যাচ্ছেন রিশাদ

প্রকাশিত: ১৮:৩৯, ৬ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
এবার আর আফসোস নয়, বিগ ব্যাশে খেলতে যাচ্ছেন রিশাদ

সর্বশেষ বিগ ব্যাশ লিগে সুযোগ পেয়েও বোর্ডের অনাপত্তিপত্র না পাওয়ায় মাঠে নামা হয়নি রিশাদ হোসেনের। সে আক্ষেপ এখনো তাড়া করে ফিরছে তাকে। কারণ, যেই হোবার্ট হারিকেনস দলে সুযোগ পেয়েছিলেন, তারাই পরবর্তীতে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়। এবার সেই আফসোস ঘোচাতে মুখিয়ে আছেন এই তরুণ লেগ স্পিনার।

বিগ ব্যাশে খেলার অনুমতি এবার হাতে পেয়েছেন রিশাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে। ফলে আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে হোবার্ট হারিকেনসের হয়ে মাঠে দেখা যাবে তাকে।

অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের অধীনে খেলতে পারা নিয়েও দারুণ উচ্ছ্বসিত রিশাদ। জুম ক্রিকেট তাসমানিয়ার সংবাদ সম্মেলনে তিনি বলেন,

“বেড়ে ওঠার সময় আমার প্রিয় ক্রিকেটার ছিলেন রিকি পন্টিং। তার খেলা দেখতে খুব ভালো লাগত। এখন তার সঙ্গে কাজ করার সুযোগ আসছে, এটা আমার জন্য অনেক বড় বিষয়। তার কোচিংয়ে খেলতে আমি ভীষণ উন্মুখ।”

হোবার্টের স্ট্র্যাটেজি প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন পন্টিং। তার অধীনে নিজের সেরাটা দিতে চান রিশাদ। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ৩ ম্যাচে ৫ উইকেট নেওয়া এই স্পিনার জানান,

“লেগ স্পিনার হিসেবে পাওয়ারপ্লে শেষে উইকেট নেওয়াই আমার মূল কাজ। আশা করছি, হোবার্টের হয়েও সেটা করতে পারব। বিশ্বের বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতা আমার বোলিং আরও উন্নত করবে।”

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2