নিউজিল্যান্ডকে উড়িয়ে জয়ের মুখ দেখলো আফ্রিকার মেয়েরা

ক্রিকইনফো
নারী বিশ্বকাপের প্রথম রাউন্ডের ৭ নম্বর ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। ভারতের ইন্ডোরে ডে নাইট ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। একদিনের আন্তর্জাতিক ম্যাচে সব উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড নারী দল।
দ্বিতীয় ইনিংসে টার্গেট নিয়ে খেলতে নেমে ৯ ওভার ১ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা। ২৩২ রান তুলে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ত্যাগ করে দক্ষিণ আফ্রিকা।
এদিকে, নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৮৩ রান সংগ্রহ করেছে সোফি ডিভাইন। আফ্রিকার হয়ে ৪ উইকেট সংগ্রহ করেছে নোনকুলুলেকো মাবা।
এছাড়াও, দ্বিতীয় ইনিংসে আফ্রিকার হয়ে ১০১ রানে সেঞ্চুরি হাঁকিয়েছেন তাজমিন ব্রিটস। দক্ষিণ আফ্রিকার হয়ে ২ উইকেট পেয়েছে অ্যামেলিয়া কের।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: