আফগানিস্তানের বিপক্ষে আজ টাইগারদের ওয়ানডে সিরিজ শুরু
আফগানিস্তানের বিপক্ষে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে আজ ওয়ানডে সিরিজ খেলতে নামছে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। আবুধাবিতে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথমটি।
সফরে এর আগে টি-টোয়েন্টি সিরিজে আফগানদের প্রথমবারের মত ৩-০'তে হোয়াইটওয়াশ করে জাকের আলির নেতৃত্বাধীন বাংলাদেশ দল। মেহেদী মিরাজ ছাড়াও টি-টোয়েন্টি সিরিজে খেলা দলটির সাথে যুক্ত হয়েছেন টপ অর্ডার ব্যাটার নাজমুল হাসান শান্ত, মোহাম্মদ নাইম শেখ, ফাস্ট বোলার নাহিদ রানা, হাসান মাহমুদ ও স্পিনার তানভীর ইসলাম। এশিয়া কাপ ও আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভালো খেলায় সাইফ হাসানকে ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে।
এছাড়া বোলিং শক্তি বাড়াতে মোস্তাফিজ, তাসকিন ও রিশাদও আছেন স্কোয়াডে। ইনজুরির কারণে লিটন দাস এই সিরিজও মিস করছেন। দলে আরও আছেন তানজিদ হাসান তামিম, জাকের আলী, তওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, ও তানজিম হাসান সাকিব। হাসমতউল্লাহ শাহীদির অধিনায়কত্বে আফগান দলটিতে আছেন রশিদ খান, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজদের মতো ক্রিকেটাররা।
গত বছর শারজায় দুই দেশের শেষ সিরিজে ২-১ এ হেরে যাওয়া বাংলাদেশ ২০২৫ সালে পাঁচটি ওয়ানডে খেলে মাত্র একটিতে জিতেছে। তবে আফগানদের বিপক্ষে ১৯ ওয়ানডের পরিসংখ্যানে টাইগাররা এগিয়ে ১১-৮ ব্যবধানে।
বিভি/এমআর
মন্তব্য করুন: