• NEWS PORTAL

  • বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

ইংল্যান্ডের কঠিন পরীক্ষা নিয়ে তবেই হারলো টাইগ্রেসরা

প্রকাশিত: ২২:২৭, ৭ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ইংল্যান্ডের কঠিন পরীক্ষা নিয়ে তবেই হারলো টাইগ্রেসরা

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও দারুণ লড়েছে বাংলাদেশ নারী দল। শক্তিশালী ইংল্যান্ড নারী দলকে খুব সহজে জিততে দেয়নি। ১৭৯ রানের ছোট লক্ষ্য পেরোতে গিয়ে বেশ হিমশিম খেতে হয়েছে ইংলিশ নারীদের। এদিকে টাইট বোলিং হলেও ব্যাটিং ব্যর্থতায় হেরেছে টাইগ্রেসরা।

মঙ্গলবার (৭ অক্টোবর) ভারতের গৌহাটিতে আগে ব্যাটিং করে ১৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ৭৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল ইংল্যান্ড। সেখান থেকে হিদার নাইট, অ্যালিস ক্যাপসে ও চার্লি ডিয়ানের ব্যাটিংয়ে ২৩ বল হাতে রেখে ৪ উইকেট জয় পায় ইংল্যান্ড।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো করতে পারেনি বাংলাদেশ। আগের ম্যাচে ফিফটি করা রুবাইয়া হায়দার ঝিলিকের ব্যাট আজ হাসেনি। ৯ বল খেলে ৪ রানে আউট হয়েছেন তিনি। আরেক ওপেনার শারমিন আক্তার উড়ন্ত শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি। ৫২ বলে ৩০ রান করার পথে মেরেছে ৫টি চার। তিনি ফেরার পর দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক জ্যোতি। দুই বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি।

এরপর বাংলাদেশের রানে ভাটা পড়ে। মাঝের ওভারগুলোতে ধীরগতির ব্যাটিং করেছে বাংলাদেশ। এক প্রান্তে সোবহানা মোশতারি উইকেট আগলে রাখলেও আরেক প্রান্তে ছিল ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। স্বর্ণা আক্তার, ঋতু মণি, ফাহিমা খাতুন ও নাহিদা আক্তারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। 

শেষদিকে ৯ নম্বরে ব্যাট করতে নেমে ২৭ বলে ঝড় তুলে অপরাজিত ৪৩ রান করেন রাবেয়া খান। ৬ চার ও এক ছক্কায় প্রায় ১৬০ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ফিফটি পাওয়া মোশতারির ব্যাট থেকে এসেছে ১০৮ বলে ৬০ রান।

ইংল্যান্ডের হয়ে সোফিয়া একলেস্টোন ৩টি উইকেট শিকার করেন। এছাড়া লিন্সে স্মিথ অ্যালিস ক্যাপসে, চার্লি ডিয়ান দুটি করে এবং লরেন বেল একট উইকেট লাভ করেন।

জবাবে মারুফা ও ফাহিমার বোলিং স্পেলে শতরানের মাথায় ৬টি উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল ইংল্যান্ড। সেখান থেকে অ্যালিস ও ডিয়ানকে নিয়ে হিদার নাইটের দুটি জুটিতে জয় পায় ইংলিশরা। নাইট ১১ বলে ৭৯ রানে অপরাজিত থাকেন।

ইংল্যান্ডের বাকিদের মধ্যে অধিনায়ক ন্যাট স্কাইভার ৩২, অ্যালিস ৩৪ বলে ২০ রান করেন। আর নাইটের সাথে জুটি বেঁধে দল জিতিয়ে ৫৬ বলে ২৭ রানে অপরাজিত থাকেন ডিয়ান।

টাইগ্রেসদের হয়ে ফাহিমা ১০ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন। মারুফা আক্তার ২টি এবং মেঘলা একটি উইকেট নেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2