লজ্জার হার, হোয়াইটওয়াশ! এক সংখ্যার রানের তালিকায় ১০ ব্যাটসম্যান

ফাইল ছবি
ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে টানা হেরে হোয়াইটওয়াশ হলো টাইগাররা। ২০০ রানে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশ ক্রিকেট দলকে। আবু ধাবিতে অনুষ্ঠিত আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচে ২৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৯৩ রানে অলআউট হয় মেহেদি মিরাজের নেতৃত্বধীন দল।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচের প্রথম ইনিংসে আফগানিস্তান ৯ উইকেটে ২৯৩ রান সংগ্রহ করে। আফগানিস্তানের হয়ে ইব্রাহিম জাদরান করেছে ৯৫, মোহাম্মদ নবি অপরাজিত ৬২ ও গুরবাজ করেছে ৪২ রান। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নিয়েছে সাইফ হাসান। এছাড়াও, দুটি করে উইকেট পেয়েছে হাসান মাহমুদ ও তানভির ইসলাম।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৭ ওভার ১ বলে সব উইকেট হারায় বাংলাদেশ, সংগ্রহ করে ৯৩ রান। দলের হয়ে সাইফ হাসান ৪৩ রান সংগ্রহ করেছে, অন্যরা কেউ দুই অংকের ঘরে উঠতে পারেনি।
এক সংখ্যার রানের তালিকায় ১০ ব্যাটসম্যান : মোহাম্মদ নাইম ৭, নাজমুল হোসেইন শান্ত ৩, তৌহিদ হৃদয় ৭, মেহেদি মিরাজ (অধিনায়ক) ৬, শামীম হোসেইন ০, নুরুল হাসান ২, রিশাদ হোসেইন ৪, তানভির ইসলাম ৫, হাসান মাহমুদ ৯, নাহিদ রানা (অপরাজিত) ২।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: