অষ্টম সেঞ্চুরি হাঁকালেন শান্ত, বড় লিডের পথে বাংলাদেশ
সিলেট টেস্টে রানের ফোয়ারা দেখাচ্ছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয়ের শতকের পর সাদমান- মুমিনুল শতক বঞ্চিত হলেও শান্ত পার করেছেন। নাজমুল হাসান শান্তর সেঞ্চুরিতে ভর করে রানের পাহাড় গড়ছে স্বাগতিকরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৪৫ রান তুলেছে বাংলাদেশ। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনেই ২৫৯ রানের লিড পেয়েছে টাইগাররা।
চলতি বছরে তৃতীয় টেস্ট সেঞ্চুরি করলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল। টেস্ট ক্যারিয়ারে এটি তার অষ্টম সেঞ্চুরি। সেঞ্চুরি করার এক বল পরই এলবিডব্লিউ হয়ে ফিরে গেছেন শান্ত।
শান্ত ফেরার আগে টেস্ট ক্যারিয়ারে ১৯তম ফিফটি পেয়েছেন লিটন দাস। ৫৩ বলে ফিফটি করেছেন লিটন। খেলছেন অনেকটা ওয়ানডে মেজাজে। তবে ৬০ রানের বেশি করতে পারেননি। মাঝে মুশফিকুর রহিম খেলেছেন ২৩ রানের ইনিংস।
দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৩৩৮ রান। অপরাজিত দুই ব্যাটার আজ (বৃহস্পতিবার) তৃতীয় দিনে খেলতে নেমে বেশিক্ষণ (১৯ বল) টিকতে পারেননি। মাত্র ৯ বলের ব্যবধানে ফিরলেন মুমিনুল-জয় উভয়েই। ব্যারি ম্যাককার্থির বলে আউট হয়ে মুমিনুল ৮২ এবং জয় ক্যারিয়ারসেরা ১৭১ রানের ইনিংস খেলে ফিরেছেন। এর আগে সফরকারী আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ২৮৬ রান করে।
বিভি/এজেড




মন্তব্য করুন: