বড় ট্রেইল নিয়ে ধরাশায়ী আইরিশরা, জয়ে আশাবাদী বাংলাদেশ
ক্রিকইনফো
ঘরের মাঠে আয়ারল্যান্ডের সঙ্গে হওয়া প্রথম টেস্টে দুর্দান্ত খেলছে টাইগাররা। প্রথমদিন শেষ এবং দ্বিতীয় দিনের শুরুতেই অলআউট হওয়া আয়ারল্যান্ড ক্রিকেট টিম ২৮৬ রান সংগ্রহ করে। পরে দ্বিতীয় দিন এবং আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ব্যাটিং করে ৮ উইকেটে ৫৮৭ রান সংগ্রহ করে ডিক্লিয়ার দেয় বাংলাদেশ ক্রিকেট দল।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শতকের ঘর পার হওয়া আগেই বিপর্যয়ে পড়ে আয়ারল্যান্ড দল। টাইগারদের দেওয়া ৩০১ রানের লিডে দ্বিতীয় ইনিংস শুরু করে আইরিশ ক্রিকেটার। ৫ উইকেটে ৮৬ রান সংগ্রহ এবং ২১৫ রানের ট্রেইল রেখেই সিলেট টেস্টের তৃতীয় দিন শেষ করে সফরকারীরা।
আর, পরবর্তী দুই দিন খেলা চালিয়ে নিয়ে যাওয়া আইরিশ মিডলঅর্ডারের কষ্টসাধ্য হওয়ায় অনেকটা জয়ের পথ দেখতে পাচ্ছে টাইগাররা। কারণ, খেলার এখনও দুইদিন বাকি এবং বড় ট্রেইল পার করে টাইগারদের টার্গেট দেওয়া নিয়ে ধোঁয়াশা রয়েছে।
প্রথম ইনিংসে ১৪১ ওভারে ৮ উইকেটে ৫৮৭ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এটি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় দলীয় সর্বোচ্চ সংগ্রহ। শুরুতে মাহমুদুল হাসান জয়ের ১৭১, সাদমান ইসলামের ৮০ রানের পর মুমিনুল হক যোগ করেন ৮২ রান। এরপর শান্ত ১১৪ বলে করেন সেঞ্চুরি। মুশফিকুর রহিম ৫২ বলে ২৩ ও লিটন দাস ৬৬ বলে ৬০ রান করে আউট হয়। আয়ারল্যান্ডের হয়ে ফাইফার পান হ্যামফ্রিস ৫ উইকেট নিয়েছে। দুটি উইকেট পান ব্যারি ম্যাককার্থি।
এছাড়া, দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে হাসান মুরাদ পেয়েছে ২ উইকেট। নাহিদ রানা ও তাইজুল ইসলাম পেয়েছে একটি করে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: