নেপালের মুখোমুখি জামাল ভূঁইয়ারা
ফাইল ছবি
রাতেই নেপালের মুখোমুখী হবে বাংলাদেশ। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে এই প্রীতি ম্যাচ। পাঁচদিন পর (১৮ নভেম্বর) এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ অনেকটা তারই প্রস্তুতি।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেছেন, দল ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। শেষ পর্যন্ত দলের সবাইকে একসঙ্গে পেয়েছি। আমরা প্রস্তুত। আমাদের জয়ের মানসিকতা থাকতে হবে। আমি নিশ্চিত, আমরা নেপাল ম্যাচে ভালোভাবে শেয় করতে পারলে ১৮ নভেম্বর ভারত ম্যাচের জন্য এটি খুব ভালো একটি পরীক্ষা হবে।
অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, এ ম্যাচ আমাদের জিততে হবে। আমি চাই একটি উইনিং মেন্টালিটি।’এদিকে প্রতিপক্ষ দলও বেশ সতর্ক। কারণ মাসখানেক আগে ঘরের মাটিতে জামাল-সোহেলদের সঙ্গে গোলশূন্য ড্র করে নেপাল ফুটবল দল। এবার আবার হামজা শমিত যোগ হচ্ছে স্কোয়াডে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: