৩০১ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করলো বাংলাদেশ
সিলেট টেস্টের প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩০১ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিক বাংলাদেশ। তৃতীয় দিনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ও লিটন দাসের হাফ সেঞ্চুরিতে বড় লিড পেয়েছে তারা।
বৃহস্পতিবার সিলেট ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের ২৮৬ রানের জবাবে ৮ উইকেটে ৫৮৭ রান তুলে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছে টাইগাররা।।
আগের দিনের এক উইকেটে ৩৩৮ রান নিয়ে তৃতীয় দিন সকালে পুনরায় ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। সেঞ্চুরিয়ান জয় ১৬৮, হাফ সেঞ্চুরিয়ান মুমিনুল ৮০ রান নিয়ে উইকেটে আসেন। কিন্তু জয় মাত্র তিন রান যোগ করে আইরিশ স্ট্রাইক পেসার বেরি ম্যাককার্থির বলে কটবিহাইন্ড হয়ে যান। ১৭৩ রানে ভাঙ্গে বাংলাদেশের দ্বিতীয় উইকেট জুটি। প্রথম উইকেটে সাদমান ইসলামের সঙ্গে ১৬৮ রান যোগ করেছিলেন জয়। সাদমান ফিরেছিলেন ৮০ করে।
দলীয় ৩৪১ রানে জয়ের বিদায়ের পর মুমিনুলও দুই রান যোগ করে ম্যাককার্থির শিকার হন। তৃতীয় উইকেটে অধিনায়ক শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম ৭৩ রানের জুটি গড়েন। কিন্তু শান্ত ৩৮ টেস্টে তার ষষ্ঠ হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পর মুশফিক ব্যক্তিগত ২৩ রানে সাঁজঘরে ফেরেন। দলীয় ৪২৫ রানে তাকে আউট করেন সাদমানের উইকেট পাওয়া বাঁ-হাতি স্পিনার ম্যাথিউ হামফ্রেইস।
লাঞ্চের পর লিটন ৫১ টেস্টে তার ১৯তম হাফ সেঞ্চুরি করে ৬০ রানে, শান্ত পুরোপুরি ১০০ করে আউট হন। ৩৮ টেস্টে এটি তার অস্টম সেঞ্চুরি। দলীয় ৫৪৫ রানে শান্তর বিদায়ের পর মেহেদি মিরাজ ১৭ করে ফেরেন। ৭ উইকেটে ৫৭৫ রান নিয়ে লাঞ্চে যান অভিষিক্ত হাসান মুরাদ ও হাসান মাহমুদ। লিড হয় ২৮৯।
বিভি/এজেড




মন্তব্য করুন: