• NEWS PORTAL

  • সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

বিশ্বকাপের দল ঘোষণা করলো বাংলাদেশ

প্রকাশিত: ১৯:২৩, ১৫ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বিশ্বকাপের দল ঘোষণা করলো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী কাবাডি বিশ্বকাপ। সোমবার মিরপুরের শহীদ সোহরওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে টুর্নামেন্ট। 

এর আগে শনিবার (১৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী দল হিসেবে বাংলাদেশ নারী কাবাডি দলের নাম ঘোষণা করেছে কাবাডি ফেডারেশন।

দল ঘোষণা হলেও সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক–কোচ কেউই উপস্থিত ছিলেন না। ফলে প্রস্তুতি, কৌশল বা লক্ষ্যের বিষয়ে মিডিয়া সরাসরি কিছু জানতে পারেনি। ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ জানান, দল বিকেএসপিতে অনুশীলন করছে, তাই কাউকে আনা সম্ভব হয়নি।

রবিবার টুর্নামেন্টের ট্রফি উন্মোচন হবে একটি আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে। যমুনায় ১১ দেশের অধিনায়কদের সঙ্গে নিয়ে ট্রফি উন্মোচনে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা। সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশে প্রথম নারী কাবাডি বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে আমরা বিশেষ আয়োজন করেছি।’

আর্জেন্টিনার অংশগ্রহণ নিয়ে আগে থেকেই আগ্রহ ছিলো, তবে তারা না আসায় কিছুটা আকর্ষণ কমেছে। মাসখানেক আগে কাবাডি ফেডারেশন ১৪ দেশের অংশগ্রহণের কথা বললেও, টুর্নামেন্ট শুরুর দুই দিন আগে জানানো হয়েছে ১১ দেশ অংশ নেবে। জাপান, কোরিয়া, নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা আসছে না। স্ট্যান্ডবাই থাকা পোল্যান্ড এসেছে কিন্তু পাকিস্তান আসছে না।

আম্পায়ারিং নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্ন ওঠায় এবার নিরপেক্ষতা নিশ্চিত করতে ভারতের অভিজ্ঞ আম্পায়ারসহ আন্তর্জাতিক আম্পায়ারদের নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশের কাবাডি র‌্যাংকিং পাঁচ। সেমিফাইনালে উঠলেই ব্রোঞ্জ নিশ্চিত হওয়ায় দল পদকের বিষয়ে আশাবাদী। সাধারণ সম্পাদক বলেন, ‘ইরানে এশিয়ান নারী কাবাডিতে আমাদের পদক আছে। প্রস্তুতিও ভালো। তাই বিশ্বকাপে আমরা পদক প্রত্যাশা করছি।’

বিশ্বকাপে বাংলাদেশ দল- শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, রুপালী আক্তার,স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালী আক্তার (জুনিয়র),আঞ্জুয়ারা রাত্রি, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, ইয়াসমিন খানম, ইসরাত জাহান ও তাহরিম।

কোচ- শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান। 
 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2