• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

মুরসালিনের গোল, দুর্দান্ত হামজা, প্রথমার্ধে দুই কার্ড

প্রকাশিত: ২০:৫৭, ১৮ নভেম্বর ২০২৫

আপডেট: ২১:০৩, ১৮ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
মুরসালিনের গোল, দুর্দান্ত হামজা, প্রথমার্ধে দুই কার্ড

ভারতের জালে গোলের পর মুরসালিনের উল্লাস। ছবি- সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইয়ে জাতীয় স্টেডিয়ামে লড়ছে বাংলাদেশ-ভারত। রাত আটটায় শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধ ইতিমধ্যে শেষ হয়েছে। বাংলাদেশ এগিয়ে আছে ১-০ গোলে। এই অর্ধেই জমে উঠেছে ম্যাচ। জাতীয় স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ। স্টেডিয়ামে বাইরেও বিপুল দর্শক।

ম্যাচের ১১ মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেছেন শেখ মুরসালিন। বাঁ পাশ থেকে রাকিবের বাড়ানো পাস ভারতের গোলকিপারের সামনে থেকে টোকা দিয়ে জালে পাঠান মুরসালিন। বাংলাদেশের জার্সিতে এটি তার সপ্তম গোল।

চোটে পড়ে ম্যাচের ২৭ মিনিটেই উঠে যেতে বাধ্য হন তারিক কাজী। তাঁর বদলি হিসেবে মাঠে নেমেছেন শাকিল আহাদ তপু। 

গোলকিপার মিতুল মারমার ভুলে ৩০ মিনিটের দিকে গোল প্রায় খেয়েই বসেছিল বাংলাদেশ। তবে ত্রাতা হয়েছেন হামজা চৌধুরী। ভারতীয় খেলোয়াড়ের ক্রস হেড করে ক্লিয়ার করে নিশ্চিত গোল খাওয়া থেকে বাঁচিয়েছেন হামজা।

ম্যাচের ৩৪ মিনিটে মাঠে হঠাৎই উত্তেজনা দেখা যায়। তপু বর্মণের সঙ্গে ভারতের বিক্রমের সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। রেফারি তপু ও বিক্রম, দুজনকেই হলুদ কার্ড দেখান।

হাফটাইমের কিছুক্ষণ আগে হামজা বুক দিয়ে বল রিসিভ করে দূর পাল্লার এক শট নেন। দর্শনীয় শটটি অল্পের জন্য গোল পোস্টে ঢোকেনি। মাঠের সবার মতো গ্যালারির সবাইও আফসোস করে মাথায় হাত দিয়ে বসেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2