• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

আউট হয়ে স্ট্যাম্পে আঘাত, শাস্তির কবলে বাবর আজম

প্রকাশিত: ১৭:৩০, ১৮ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আউট হয়ে স্ট্যাম্পে আঘাত, শাস্তির কবলে বাবর আজম

শাস্তির কবলে পড়লেন পাকিস্তানের সেরা ব্যাটার বাবর আজম। গত রবিবার রাওয়ালপিন্ডিতে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আইসিসি আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করায় ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে বাবরকে।

তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের ব্যাটিং ইনিংসের ২১তম ওভারে আউট হবার পর ক্রিজ ছাড়ার আগে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন বাবর। আইসিসির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আচরণবিধির ২.২ অনুচ্ছেদে বলা আছে, ‘আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেট সরঞ্জাম বা পোশাক, মাঠের যন্ত্রপাতি কিংবা স্থাপনাগুলোর অপব্যবহারের সঙ্গে সম্পর্কিত।’ 

ম্যাচ শেষে বাবরের বিরুদ্ধে অভিযোগ আনেন দুই অনফিল্ড আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও রশিদ রিয়াজ, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি।

আইসিসি আন্তর্জাতিক প্যানেলের ম্যাচ রেফারি আলী নকভির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন বাবর। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়নি। 

আর্থিক জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন বাবর। গত ২৪ মাসে এটি প্রথম অপরাধ বাবরের।

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারী বাবর। ৩ ইনিংসে ১ সেঞ্চুরিতে ১৬৫ রান করেন তিনি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2