• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

ভারত ম্যাচে শুরুর একাদশে হামজা-শমিত, তবে নেই জামাল ভূঁইয়া

প্রকাশিত: ১৯:০৯, ১৮ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ভারত ম্যাচে শুরুর একাদশে হামজা-শমিত, তবে নেই জামাল ভূঁইয়া

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে কিছুক্ষণ পরই ভারতের বিরুদ্ধে খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচের শুরুর একাদশে শমিত শোমকে নিয়ে নামছে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। তবে নেই জামাল ভূঁইয়া।

এদিকে শুরুর একাদশে ফিরেছেন চোট থেকে ফেরা মিডফিল্ডার শেখ মোরসালিন। জামালেল সাথে জায়গা হারিয়েছেন জুনিয়র সোহেল রানা। 

জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। এর আগে প্রথম লেগে ভারতের মাটিতে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। ওই ম্যাচে গোল পেয়েছিলেন হামজা চৌধুরী। আজকের ম্যাচটি ঘিরে দর্শকদের আগ্রহও তুঙ্গে।

ভারতের বিরুদ্ধে ম্যাচের শুরুর একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ, সাদ উদ্দিন (ডিফেন্ডার), হামজা চৌধুরী, সোহেল রানা, শমিত শোম, শেখ মোরসালিন (মিডফিল্ডার), রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম (ফরোয়ার্ড)।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2