রাতে মাঠে নামবে ব্রাজিল, অনলাইনে খেলা দেখবেন যেভাবে
জাপানের কাছে হারের পর সেনেগালের সাথে জয়, এবার তিউনিসিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে ব্রাজিল ফুটবল দল। ফ্রান্সের ক্লাব লিল-এর মাঠে বাংলাদেশ সময় আজ রাত দেড়টায় শুরু হবে ম্যাচটি। চোটের কারণে ব্রাজিল দল থেকে ছিটকে গেছেন নির্ভরযোগ্য ডিফেন্ডার গ্যাব্রিয়েল ম্যাগালিয়াইস।
ম্যাচটি উপমহাদেশের কোনো টেলিভিশনে দেখা যাবে না। তবে হতাশ হওয়ার কিছু নেই। অনলাইনে বিইন স্পোর্টস, বিইন স্পোর্টস কানেক্ট, ফুবো ও ফ্যানাটিজ সরাসরি এই ম্যাচ সম্প্রচার করবে।
এর আগে গত শনিবার আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিলো ব্রাজিল। দুই বছর আগে লিসবনে দুই দলের সর্বশেষ মুখোমুখিতে ৪-২ গোলে হেরে যাওয়া ব্রাজিল এবার তরুণ এস্তেভাও ও অভিজ্ঞ কাসেমিরোর গোলে প্রতিশোধ নেয় ২-০ ব্যবধানে।
ম্যাচের ৬৪ মিনিটে খুঁড়িয়ে মাঠ ছাড়েন আর্সেনাল সেন্টার ক্যাক ম্যাগালিয়াইস। পরীক্ষায় তার ডান ঊরুর পেশিতে চোট ধরা পড়ার কথা জানিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। এই জয়ে কার্লো আনচেলক্তির দল 'আফ্রিকা-জুজু'র ভয় কতটা দূর করতে পেরেছে, তা বোঝা যাবে তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচ শেষে।
আফ্রিকান দলের বিপক্ষে মরক্কো ও ক্যামেরুনের বিপক্ষেও হারের নজীর রয়েছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। দক্ষিণ আমেরিকার বাছাইয়ে ব্রাজিল এবার পঞ্চম স্থান নিয়ে বিশ্বকাপের টিকেট পায়।
বিশ্বকাপের প্রস্তুতিতে দলটিও কোচ আনচেলোত্তির অধীনে নিয়মিত প্রীতি ম্যাচ খেলে চলেছে। আফ্রিকা সফরের আগে এশিয়া সফরে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০'তে জয় পেলেও জাপানের কাছে হারের তেতো স্বাদ নিতে হয়েছে তাদের ৩-২ ব্যবধানে।
বিভি/এজেড




মন্তব্য করুন: