অ্যাশেজের প্রথম দিনেই উইকেট পতনের ছড়াছড়ি
ক্রিকইনফো
অ্যাশেজ টেস্টের প্রথম দিনে নাটকীয় কাণ্ড ঘটে গেলো। অস্ট্রেলিয়ার পার্থে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে শুরু হওয়া ম্যাচের প্রথম দিনে ১৯ উইকেটের পতন ঘটে। এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩২ ওভার ৫ বলে ১৭২ রানে অলআউট হয় বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড টিম। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেছে হ্যারি ব্রুক। এছাড়াও, ওলি পোপ ৪৬, জিমি স্মিথ ২২, বেন ডাকে ২১ রানে আউট হয়েছেন। অন্যরা কেউ দুই ঘরের রানের সংখ্যা পা রাখতে পারেনি। অস্টেলিয়ার হয়ে সর্বোচ্চ ৭ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। এছাড়া, ব্রেনডেন ডজেট ২ ও ক্যামেরন গ্রিন নিয়েছেন ১ উইকেট।

অন্যদিকে, প্রথম ইনিংসেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে অস্ট্রেলিয়া। প্রথম দিনের ব্যাটিং শেষে তারা ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১২৩ রান। এদের কেউই ৩০ রানের ঘরে পৌঁছাতে পারেনি। দলের হয়ে রান করেছেন যথাক্রম- অ্যালেক্স ক্যারে ২৬, ক্যামেরন গ্রিন ২৪, ট্রাভিস হেড ২১, অধিনায়ক স্টিভেন স্মিথ ১৭, মিচেল স্টার্ক ১২। অন্যরা কেউ দুই সংখ্যার ঘরে পৌঁছাতে পারেনি।
ইংল্যান্ডের হয়ে অধিনায়ক বেন স্টোকস নিয়েছেন ৫ উইকেট। জোফ্রা আর্চার ও ব্রাইডন কার্স নিয়েছেন দুটি করে উইকেট।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: