• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

জাতীয় দলের খেলোয়াড়দের নির্বাচনী প্রচারণায় ব্যবহার না করতে সতর্কবার্তা

প্রকাশিত: ১৯:৩৭, ২৪ নভেম্বর ২০২৫

আপডেট: ১৯:৩৮, ২৪ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জাতীয় দলের খেলোয়াড়দের নির্বাচনী প্রচারণায় ব্যবহার না করতে সতর্কবার্তা

জাতীয় দলের খেলোয়াড়দের নির্বাচনী প্রচারণায় ব্যবহার না করার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সোমবার (২৪ নভেম্বর) এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রীড়া পরিষদ। 

প্রতিষ্ঠানটি নির্দেশনায় জানায়, জাতীয় দলের কোনো খেলোয়াড়কে সরাসরি অথবা পরোক্ষভাবে রাজনৈতিক দলের নির্বাচনি প্রচারণায় কিংবা কোনো প্রার্থীর পক্ষে কোনোভাবেই ব্যবহার করা যাবে না।

ক্রীড়া পরিষদের চিঠিতে বলা হয়েছে, জাতীয় দলের খেলোয়াড়রা দেশের সম্পদ, নাগরিকদের একাত্মতার প্রতীক। তাদের ভাবমূর্তি কোনো রাজনৈতিক বা নির্বাচনি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়া ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা ও পবিত্রতার জন্য ক্ষতিকর। 

ক্রীড়া পরিষদ জানিয়েছে, আগামী নির্বাচনকে কেন্দ্র করে কিছু মহল বা ব্যক্তি খেলোয়াড়দের নির্বাচনি প্রচারণায় রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করছেন। এটি ক্রীড়া নীতি বিরোধী এবং ক্রীড়াঙ্গনের পরিবেশ কলুষিত করতে পারে। 

এনএসসি নির্দেশনা দিয়েছে, জাতীয় দলের কোনো খেলোয়াড়কে সরাসরি কিংবা পরোক্ষভাবে রাজনৈতিক দলের নির্বাচনি প্রচারণায় ব্যবহার করা যাবে না। এমন কি নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষেও জাতীয় দলের কোনো খেলোয়াড়কে ব্যবহার করা যাবে না। 

খেলোয়াড়দের কোনো নির্বাচনী সভার মঞ্চে এবং প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত থাকতে হবে। সব খেলোয়াড়কে তাদের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশের সুনাম অক্ষুণ্ন রাখতে হবে। এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। 

জাতীয় ক্রীড়া পরিষদ সতর্ক করে জানিয়েছে, এই নির্দেশনার ব্যত্যয় দেশের সুস্থ ক্রীড়া পরিবেশকে মারাত্মকভাবে কলুষিত করতে পারে। সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা যথাযথভাবে পালন করতে বলা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2