ঘরের মাঠে ভারতের লজ্জার হার
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জাজনকভাবে হেরেছে ভারতীয় ক্রিকেট দল। ২২ নভেম্বর গোহাটিতে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে এসে বাভুমাদের কাছে ৪০৮ রানে হেরেছে রিশভ পান্তের নেতৃত্বধীন দল।
বুধবার (২৬ নভেম্বর) খেলার পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসে ১৪০ রানে অলআউট হয় ভারত। এর আগে প্রথম ইনিংসেও ভালো ব্যাটিং করতে পারেনি রাহুল-জয়সওয়ালরা, সংগ্রহ করে ২০১ রান।
অন্যদিকে, খেলার প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৮৯ রানের বড় ইনিংস ছুড়ে দেয় মারকারাম-রায়ানরা। দ্বিতীয় ইনিংসেও তারা করে ২৬০ রান। পরে, ৫৪৯ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ১৪০ রানে শেষ হয় ভারতে ব্যাটিং। আর এতে ৪০৮ রানের বড় জয় পায় ভারত।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে ১০৯ রান করেন সেনুরান মুথুসামি। এছাড়াও, জ্যানসেন ৯৩, স্টাব্স ৪৯, কাইল ৪৪, বাভুম ৪১, মারকারাম ৩৮ ও রায়ান করেন ৩৫ রান। ভারতের হয়ে প্রথম ইনিংসে ৪ উইকেট সংগ্রহ করে কুলদিপ যাদব। এছাড়াও, বুমরা-সিরাজ ও যাদেজা নিয়েছেন ২টি করে উইকেট।
এছাড়াও, প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ভারতের হয়ে জয়সওয়াল ৫৮ ও ওয়াসিংটন সুন্দর করেন ৪৮ রান। কেএল রাহুল ২২, কুলদিপ যাদব ১৯, সাই সুদর্শন ১৫ ও নিতিশ রেড্ডি ১০ রান করেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে জ্যানসেন একাই তুলে নেন ৬ উইকেট। এছাড়াও সিমন হারমার ৩ ও কেশব মহারাজ ১ উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে ৯৪ রান করে স্টাব্স। এছাড়াও টনি ডে জর্জি ৪৯, মুলডার ৩৫, রায়ান ৩৫, মারমারাম ২৯ রান সংগ্রহ করেন। বোলিংয়ে ভারতের হয়ে রবিন্দ্র যাদেজা নেন ৪ উইকেট। একটি উইকেট নেন ওয়াসিংটন সুন্দর। এরপর ভারতে টার্গেট দিয়ে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাভুমারা।

খেলার পঞ্চম দিনে এসে ৫৪৯ রানের টার্গেটে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করে রবিন্দ্র যাদেজা। অন্য কেউই ২০ এর ঘরে রান করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার হয়ে সিমন সারমার নেন ৬ উইকেট। এছাড়াও, কেশব মহারাজ ২ ও জ্যানসেন-সেনুরান নিয়েছেন ১টি করে উইকেট।
দ্বিতীয় টেস্টে প্লেয়ার অব দ্যা ম্যাচ হয়েছে মার্ক জ্যানসেন। ১৭ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্যা সিরিজ হয়েছেন সিমন হারমার।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: