• NEWS PORTAL

  • সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

নিলামের আগে-পরে মিলিয়ে কেমন হলো বিপিএলের ৬ দলের স্কোয়াড?

প্রকাশিত: ১৬:৪৯, ১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নিলামের আগে-পরে মিলিয়ে কেমন হলো বিপিএলের ৬ দলের স্কোয়াড?

বেশ জাকজমকভাবেই হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ১২তম আসরের নিলাম। তবে নিলামের আগে সরাসরি চুক্তিতেও ক্রিকেটার দলে ভিড়িয়েছে ছয় ফ্রাঞ্চাইজি। নিলামে সর্বোচ্চ দাম ১ কোটি ১০ লাখ পেয়েছেন নাঈম শেখ। দ্বিতীয় সর্বোচ্চ ৯২ লাখ তাওহীদ হৃদয়ের।

বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসকেও দলে ভিড়িয়েছে রংপুর। তাকে ৭৫ লাখ টাকায় দলে নেয় রংপুর।

এক নজরে দেখে নিন নিলাম শেষে কেমন হলো দলগুলো -

ঢাকা ক্যাপিটালস
সরাসরি চুক্তি— তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস এবং উসমান খান।

নিলাম থেকে— শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, ময়নুল ইসলাম, দাসুন শানাকা, জুবাইদ আকবরী।

রংপুর রাইডার্স
সরাসরি চুক্তি— নুুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, খাওয়াজা নাফে ও সুফিয়ান মুকিম।

নিলাম থেকে— লিটন দাস, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, মৃত্যুঞ্জয় চৌধুরি, ইফতেখার হোসেন ইফতি, মাহমুদউল্লাহ রিয়াদ, আব্দুল হালিম, মেহেদী হাসান সোহাগ, এমিলিও গে, মোহাম্মদ আখলাক।

নোয়াখালী এক্সপ্রেস
সরাসরি চুক্তি— সৌম্য সরকার, হাসান মাহমুদ, জনসন চার্লস এবং কুশল মেন্ডিস।

নিলাম থেকে— জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, হাবিবুর রহমান সোহান, নাজমুল ইসলাম অপু, রেজাউর রহমান রাজা, আবু হাশেম, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী।

সিলেট টাইটান্স
সরাসরি চুক্তি— মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, সাইম আইয়ুব।

নিলাম থেকে— খালেদ আহমেদ, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, রনি তালুকদার, আরিফুল ইসলাম, রুয়েল মিয়া, ইবাদত হোসেন, জাকির হাসান, শহিদুল ইসলাম, রাহাতুল ফেরদৌস জাভেদ, তৌফিক খান তুষার, মুমিনুল হক, অ্যাঞ্জেলো ম্যাথিউস, অ্যারন জোন্স।

রাজশাহী ওয়ারিয়র্স
সরাসরি চুক্তি— তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান।

নিলাম থেকে— জিসান আলম, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, রিপন মণ্ডল, হাসান মুরাদ, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব, রবিউল হক, ওয়াসি সিদ্দিকী, মুশফিকুর রহিম, শাখির হোসেন শুভ্র, মোহাম্মদ রুবেল, দুশান হেমন্থ, জাহানদাদ খান। নিলামের পর- হুসেইন তালাত

চট্টগ্রাম রয়্যালস
সরাসরি চুক্তি— শেখ মেহেদী, তানভির ইসলাম এবং আবরার আহমেদ।

নিলাম থেকে— নাইম শেখ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, আবু হায়দার রনি, মাহফিজুল ইসলাম রবিন, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরি, সালমান হোসেন, জাহিদুজ্জামান খান সাগর, নিরোশান ডিকওয়েলা, অ্যাঞ্জেলো পেরেরা।

১৭ নভেম্বর বিপিএল হওয়ার কথা থাকলেও সেটা কয়েক দফা পিছিয়ে ৩০ নভেম্বর রাজধানীর একটি ফাইভ স্টার হোটেলে এই নিলাম অনুষ্ঠিত হয়। ১৪৭ জন দেশি ক্রিকেটার মোট ছয়টি ক্যাটাগরিতে উঠেছিলেন নিলামে।

বিভি/এজেড

মন্তব্য করুন: