• NEWS PORTAL

  • বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

শেষ মুহূর্তের গোলে আজারবাইজানের কাছে হারলো নারী ফুটবল দল

প্রকাশিত: ২৩:৩০, ২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
শেষ মুহূর্তের গোলে আজারবাইজানের কাছে হারলো নারী ফুটবল দল

আজারবাইজানের বিপক্ষে শেষ পর্যন্ত হেরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে ইউরোপীয়ান দেশটি বাংলাদেশকে ২-১ গোলে হারিয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। 

ম্যাচের ১৯ মিনিটে গোল করে আজারবাইজানকে এগিয়ে দিয়েছিলেন দলটির অধিনায়ক জাফারজাদে। মারিয়া মান্দা ৩৪ মিনিটে দুর্দান্ত ভলিতে সমতা ফেরান। ৮৪ মিনিটে রক্ষণের দুর্বলতাকে কাজে লাগিয়ে আজারবাইজান ব্যবধান ২-১ করে। বাম দিক থেকে ইয়েলিজের ক্রস থেকে শটে গোল করেন মানি এরসা।

এর আগে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ০-১ গোলে হেরেছিল। অপরদিকে, মালয়েশিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের পর বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে ত্রিদেশীয় সিরিজ জিতে নিয়েছে আজারবাইজান।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: