• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেনি বিসিবি, আশরাফুলও যাচ্ছেন বিশ্বকাপে

প্রকাশিত: ১০:৫৯, ৪ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১১:০০, ৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেনি বিসিবি, আশরাফুলও যাচ্ছেন বিশ্বকাপে

ছবি: মোহাম্মদ সালাউদ্দিন ও মোহাম্মদ আশরাফুল

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর কিছু দিনের বিশ্রাম পেয়েছেন ক্রিকেটাররা। আসন্ন বিপিএল শুরুর আগে নেই কোনো খেলা। এ ছাড়া আগামী বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলের আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। 

তবে গুঞ্জন ছিলো টি-টোয়েন্টি বিশ্বকাপে মোহাম্মদ সালাউদ্দিন এবং মোহাম্মদ আশরাফুল যাচ্ছেন কি না সে বিষয় নিয়ে। কেননা গেলো মাসে বোর্ডের কাছে পদত্যাগপত্র দিয়েছিলেন সালাউদ্দিন। তবে বোর্ড সেটি গ্রহণ করেনি বলে জানা গেছে। এ ছাড়া আশরাফুলকে সবশেষ আয়ারল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছিল বিসিবি।

যে কারণে গুঞ্জন ছিলো এখানেই শেষ কি না  আশরাফুল অধ্যায়। তবে তেমন কিছু হচ্ছে না বলেই খবর পাওয়া যাচ্ছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছেন আশরাফুল-সালাউদ্দিন দুজনই।  বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন বিশ্বকাপে দলের সঙ্গে থাকছেন তারা দুজনই।

এ ছাড়া কোচিং স্টাফের সকল সদস্যই থাকছেন বিশ্বকাপে, কোনো পরিবর্তন হচ্ছে না। এদিকে গেল মাসের ৪ নভেম্বর অনেকটা হুট করেই মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের পদ ছাড়তে চান বলে গুঞ্জন ওঠে ক্রিকেটাঙ্গনে, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষেই দায়িত্ব ছাড়বেন তিনি। তবে সেটি আর হচ্ছে না, থেকে যাচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সাল চুক্তির মেয়াদ পর্যন্ত থাকবেন বলে জানা গিয়েছে।

ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই কোচ ২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পান । যা জাতীয় দলের দায়িত্বে সালাউদ্দিনের দ্বিতীয় অধ্যায়। তিনি প্রথমবার ২০০৬–২০১০ সালে বাংলাদেশের সহকারী কোচ ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে ২০১০-১১ সালে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ ছিলেন সালাউদ্দিন।


 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2