• NEWS PORTAL

  • শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

‘মানুষ মানুষের জন্য সেবা সংস্থা’র’ উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

প্রকাশিত: ২১:১৩, ৩১ জানুয়ারি ২০২৬

আপডেট: ২১:১৪, ৩১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
‘মানুষ মানুষের জন্য সেবা সংস্থা’র’ উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

‎‎নারায়ণগঞ্জে অরাজনৈতিক ও সামাজিক-সেবামূলক সংগঠন ‘মানুষ মানুষের জন্য সেবা সংস্থা’–এর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের শহীদনগর  মুক্তিযোদ্ধা বালুর মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

‎সংস্থাটির মূল স্লোগান— ‘শিক্ষা মোদের প্রধান লক্ষ্য, সেবা মোদের কর্তব্য; আমরা মানবসেবায় একতাবদ্ধ।’ ‎এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান।

‎দ্বিতীয় বার্ষিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ওমর এন্টারপ্রাইজকে ২–১ গোলে পরাজিত করে শহীদনগর ভয়েস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের নবজাতক শিশু রোগ বিশেষজ্ঞ ও পুষ্টিবিদ ডা. মো. মফিজ উদ্দিন প্রধান (নিপুণ)।

সংস্থার সভাপতি ফারুক আহম্মেদ জনি তার বক্তব্যে বলেন, ‘মানুষ মানুষের জন্য সেবা সংস্থা একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান। শিক্ষা ও মানবসেবাই আমাদের প্রধান লক্ষ্য। সংস্থাটি ১৯৬১ সালের ৪৬ নম্বর অধ্যাদেশের আলোকে পরিচালিত হয়ে আসছে। ২০১৮, ২০২০ ও ২০২৩ সালে পুনরুজ্জীবনের চেষ্টা করা হলেও তা সফল হয়নি। অবশেষে ২০২৪ সালের ২২ আগস্ট থেকে আমরা নতুন উদ্যমে কার্যক্রম শুরু করেছি।’

‎ফারুক আহম্মেদ জনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি মুহিব্বুল্লাহ মুহিব এবং শহীদনগর পঞ্চায়েত প্রধান আনোয়ার হোসেন দেওয়ান।

‎এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবক ও ব্যবসায়ী আবদুর রহমান পাঠান, শহীদনগর মসজিদ কমিটির সেক্রেটারি মো. ম‌নির হোসেন, সিটি লাইফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তোফাজ্জল হোসেন, মো. কবির হোসেন, মুসলিম উদ্দিন, চিলড্রেন গার্ডেনের প্রিন্সিপাল শাহ আলম, ডিয়ারা বাইতুন নূর উল্লাহ জামে মসজিদ কমিটির সভাপতি আক্তারুজ্জামান রতন, পঞ্চায়েত সেলিম মিয়া, সংস্থার উপদেষ্টা আরিফ সিকদার, মাসুম, আমির হোসেন, জাহাঙ্গীর আলম খান, সোহেল হোসেন, শরিফ হোসেনসহ আরও অনেকে।

বিভি/এআই

মন্তব্য করুন: