• NEWS PORTAL

  • শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেশানো উচিত নয়: রশিদ খান

প্রকাশিত: ১৯:০০, ৩১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেশানো উচিত নয়: রশিদ খান

ছবি: রশিদ খান (সংগৃহীত)

উপ মহাদেশের ক্রিকেটে রাজনৈতিক প্রভাব নতুন কিছু নয়। অনেক আগে থেকেই ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের কারণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয় না। এমনকি নিরাপত্তা শঙ্কা দেখিয়ে এক দেশ আরেক দেশে টুর্নামেন্টও খেলতে যায় না।

পাকিস্তানের পর বাংলাদেশের সঙ্গেও ভারতের সম্পর্কে ভাটা পড়েছে। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপর একই কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। একই ঘটনায় পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে।

ক্রিকেট মাঠে রাজনীতির এমন প্রভাব পড়াটা ভালোভাবে দেখছেন না রশিদ খান। আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক মনে করেন, খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানো ঠিক নয়।

তিনি বলেন, ‘আমার মনে হয়, (স্পোর্টিং মানসিকতা) থাকা উচিত। প্রায়ই অনেকে বলে, ক্রিকেট ও রাজনীতি মেশানো উচিত না। মেশানো উচিত না হলে, মেশানো উচিত না। আমি জানি না, এই বিষয়ে কী বলা উচিত। এসব সিদ্ধান্ত নেওয়ার জন্য দায়িত্বরত ব্যক্তিরা আছেন।’

‘আমরা সবসময় বলি, খেলাধুলার মাধ্যমে একতা বাড়ে, সব দেশগুলো এক জায়গায় আসে। খেলাধুলার এটাই মজা। আফগানিস্তানের জন্য খেলাধুলা যা করেছে, অন্য কোনো কিছুই এটি করতে পারতো না।’-যোগ করেন তিনি।

বিভি/এআই

মন্তব্য করুন: