• NEWS PORTAL

  • শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

ব্রাজিলের দলের কাছে ৪-০ গোলে হারলো বাংলাদেশের ক্লাব

প্রকাশিত: ২২:২৭, ৫ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ব্রাজিলের দলের কাছে ৪-০ গোলে হারলো বাংলাদেশের ক্লাব

ভিডিও থেকে সংগৃহীত

ঢাকায় শুরু হওয়া লাতিন বাংলা সুপার কাপ ফুটবলে ব্রাজিলের সাও বার্নার্দোর কাছে হেরে গেছে বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার ক্লাব। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ৪-০ গোলে জয় পায় সাও বার্নার্দো। 

আর্জেন্টিনা, ব্রাজিল ও বাংলাদেশের অনূর্ধ্ব-২০ বয়সী তিনটি দল নিয়ে হচ্ছে লাতিন বাংলা সুপার কাপ ফুটবল।

শুক্রবার (৫ ডিসেম্বর) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের সাও বার্নার্দোর বিপক্ষে মাঠে নামে স্বাগতিকরা। অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে দারুণ নৈপূণ্য দেখানো ফয়সাল, মানিকরা জ্বলে উঠতে পারেননি এ ম্যাচে। ২৭ মিনিট পর্যন্ত রক্ষণভাগ সুরক্ষিত রাখলেও ব্রাজিলের তরুণদের আক্রমনের ধারে হিমশিম খেতে হয় তাদের।  

মেন্দেসের কাটব্যাকে মুরিওর জোরাল প্লেসিং শট এগিয়ে দেয় সাও বার্নার্দোকে। ৩১ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ আসে ফিউচার স্টার ক্লাবের সামনে। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও শট নেননি মানিক। সতীর্থকে পাস বাড়াতে গিয়ে হারান বল। পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিলের দলটি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2