২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের ড্র অনুষ্ঠিত
২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের ড্র অনুষ্ঠিত হলো। তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। ওয়াশিংটনের কেনেডি সেন্টারে হয় ৪৮ দলের ভাগ্য নির্ধারনী গ্রুপিং। অনুষ্ঠানে ফিফা শান্তি পুরস্কার দেয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।
দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ, ফুটবল বিশ্বকাপের আগামীর আসর বসছে আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে। লড়বে ৪৮টি দল। ফুটবল মহাযজ্ঞের ১০৪টি ম্যাচ আয়োজক তিন দেশের ১৬টি শহরে। ২০২৬ বিশ্বকাপের দল বেশি হওয়ায় ফরম্যাটটাও ভিন্ন। ৪৮ দলের গ্রুপ ১২টি। ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে রোমাঞ্চকর ড্র অনুষ্ঠানে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা দেশগুলোর মিলন মেলা।
জমকালো আয়োজনে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বিশ্বকাপ ট্রফিটা মঞ্চে নিয়ে আসেন। গ্রুপ নির্ধারনে চারটি পটে রাখা হয় দলগুলোকে। তিন স্বাগতিক দেশ ও ফিফা র্যাঙ্কিংয়ের সেরা ৯ দলকে রাখা হয় প্রথম পটে। অনুষ্ঠানে তিনটি পট থেকে প্রথম তিনটি বল তোলেন আয়োজক তিন দেশের তিন প্রধান- কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গ্রুপিংয়ে ভিন্ন ভিন্ন গ্রুপে পড়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, পর্তুগাল ও জার্মানির মত দলগুলো। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আছে দারুণ ছন্দে। ‘জে’ গ্রুপে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। ‘সি’ গ্রুপে পাঁচবারের শিরোপাজয়ী ব্রাজিলের সাথে আছে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের সাথে একই গ্রুপে পড়েছে নরওয়ে, সেনেগাল। তাদের সাথে আগামী মার্চের প্লে-অফ শেষে যোগ হবে ইরাক, বলিভিয়া ও সুরিনাম এর বিজয়ী দল।
আগামী বছর ১১ জুন পর্দা উঠবে বিশ্বকাপের ২৩তম আসরের। আজটেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ১২ গ্রুপের প্রথম দুটি করে দল উঠবে নকআউট পর্বে। এছাড়া গ্রুপগুলোর তৃতীয় হওয়া সেরা আটটি দলও উঠবে পরের ধাপে। এরপর সেরা ৩২ দল নিয়ে শুরু হবে নকআউট পর্ব। ফাইনাল হবে নিউ জার্সিতে ১৯ জুলাই।
ভাগ্য নির্ধারনি গ্রুপিংয়ে ৪২ দলের ঠিকানা নিশ্চিত হয়। বাকি থাকা ছয়টি স্পট নিশ্চিত হবে আগামী মার্চে। আফ্রিকার জায়ান্ট নাইজিরিয়া এবারের বিশ্বকাপে খেলতে ব্যর্থ হয়েছে। সরাসরি ফুটবলের মহাযজ্ঞে সামিল হতে ব্যর্থ চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। প্লে-অফের পরীক্ষায় পাশ করতে হবে তাদের।
বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ ও সংঘাত থামিয়ে বিশ্বব্যাপী শান্তি বার্তা নিয়ে আসায় ডোনাল্ড ট্রাম্পকে প্রথম ফিফা শান্তি পুরস্কার তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিভি/এসজি




মন্তব্য করুন: