২০২৬ বিশ্বকাপের ড্র: কে খেলবে কোন গ্রুপে, নির্ধারণ হবে আজ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র আজ। ওয়াশিংটনের কেনেডি সেন্টারে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে অনুষ্ঠানটি। আগামী বছর জুনে যুক্তরাস্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে ফুটবলের মেগা ইভেন্ট বিশ্বকাপ। ১১ জুন পর্দা উঠবে টুর্নামেন্টের।
দ্যা গ্রেটেস্ট শো অন আর্থে লড়বে ৪৮টি দল। ওয়াশিংটনে হতে যাচ্ছ দলগুলোর ভাগ্য নির্ধারণী গ্রুপিং। বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা দেশগুলোর জন্য রোমাঞ্চকর অপেক্ষা। ড্রয়ের পরদিন শনিবার বিশ্বকাপ ম্যাচের সূচি প্রকাশ করা হবে, জানিয়েছে ফিফা।
এখন পর্যন্ত ৪২টি দেশ ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। এখনো ৬টি স্থান ফাঁকা আছে। এর মধ্যে চারটি দল আসবে ১৬ দলের উয়েফা প্লে-অফ থেকে। বাকি দুটি জায়গার জন্য ইন্টার কনফেডারেশন থেকে লড়বে বলিভিয়া, কঙ্গো ডিআর, ইরাক, জ্যামাইকা, নিউ ক্যালেডোনিয়া ও সুরিনাম।
ফিফা র্যাঙ্কিং অনুযায়ী ৪৮টি দলকে ৪টি পটে ভাগ করা হয়েছে। প্রতিটি পটে থাকছে ১২টি করে দল। ড্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন ইংল্যান্ড ফুটবল দলের সাবেক অধিনায়ক রিও ডি ফার্ডিনান্ড। সাথে থাকবেন আন্তর্জাতিক অঙ্গনের সুপরিচিত সঞ্চালক সামান্থা জনসন।
এদিন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো প্রথমবার চালু হওয়া ‘ফিফা শান্তি পুরস্কার’ বিজয়ীর নাম ঘোষণা করবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেতে পারেন এই পুরস্কার।
বিভি/এজেড




মন্তব্য করুন: