ফিফার শীর্ষ র্যাঙ্কধারীরা যে গ্রুপে যাদের সঙ্গে খেলবেন
ফিফা র্যাংকিংয়ের শীর্ষ তালিকা দখল করে আছে ২০১০ সালের বিশ্বকাপজয়ী দল স্পেন। আসন্ন বিশ্বকাপে স্পেন পড়েছে ‘এইচ’ গ্রুপে। এখানে স্পেনের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আফ্রিকার দেশ ক্যাবো ভার্ডে (৬৬), সৌদি আরব (৬০) ও উরুগুয়ে (১৬)। দ্বিতীয় আর্জেন্টিনা, ‘জে’ গ্রুপে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।
এছাড়াও, ফিফা র্যাংকিংয়ের তৃতীয় থাকা ফ্রান্সের বিশ্বকাপ জয় করেছে ২০১৮ সালে। দলটি ‘আই’ গ্রুপে পড়েছে। প্রতিপক্ষ হিসেবে রয়েছে সেনেগাল, ফিফা প্লেঅফ উইনার-২ ও নরওয়ে। ফিফা র্যাংকিং তালিকার ২৯’এ রয়েছে নরওয়ে, সেনেগাল ১৯।
অন্যদিকে, ফিফা র্যাংকিংয়ের চতুর্থ অবস্থানে থাকা ইংল্যান্ডের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া (১০), পানামা (৩০) ও ঘানা (৭২)।
ফিফা র্যাংকিং তালিকায় যথাক্রমে রয়েছে ব্রাজিল (৫), পর্তুগাল (৬), নেদারল্যান্ডস (৭) বেলজিয়াম (৮), জার্মানি (৯) এবং ক্রোয়েশিয়া (১০)।
ব্রাজিলের প্রতিপক্ষ- মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। এরা খেলবে ‘সি’ গ্রুপে।
‘কে’ গ্রুপে থাকা পর্তুগালের প্রতিপক্ষ- উজবেকিস্তান, কলম্বিয়া এবং ফিফা প্লেঅফ উইনার-১।
‘এফ’ গ্রুপে থাকা নেদারল্যান্ডসের প্রতিপক্ষ- জাপান, তিউনিশিয়া ও উয়েফা প্লেঅফ উইনার-বি।
‘জি’ গ্রুপে থাকা বেলজিয়ামের প্রতিপক্ষ- মিশন, ইরান ও নিউজল্যান্ড।
‘ই’ গ্রুপে থাকা জার্মানির প্রতিপক্ষ- কিউরেসাও, কোর্টভাদ্রে, ইকুয়েডর।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: