• NEWS PORTAL

  • শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

শেষ ম্যাচে হার, সিরিজ জিততে পারলো না জুনিয়র টাইগ্রেসরা

প্রকাশিত: ১৮:১৫, ১২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
শেষ ম্যাচে হার, সিরিজ জিততে পারলো না জুনিয়র টাইগ্রেসরা

ব্যাটারদের ব্যর্থতায় পাকিস্তানের কাছে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। শুক্রবার সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশকে। সিরিজের প্রথম ম্যাচ ১৩ রানে এবং চতুর্থ ম্যাচ ৬ উইকেটে জিতেছিল পাকিস্তান। 

অন্যদিকে, সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ৩ ও ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ। 

কক্সবাজার ক্রিকেট একাডেমি মাঠে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান বোলারদের তোপে ১৯ দশমিক ১ ওভারে ৮৪ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে মাত্র একজন ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে সক্ষম হন।

মিডল অর্ডার ব্যাটার সাদিয়া আকতারের ব্যাট থেকে সর্বোচ্চ ২৭ রান আসে। অতিরিক্ত থেকে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান আসে। এছাড়া ৯ রান করে করেন সুমাইয়া আকতার ও হাবিবা ইসলাম।  

পাকিস্তানের রোজিনা আকরাম ও বারিরা সাইফ ৩টি করে উইকেট নেন। 

জবাবে ১৭ ওভারে ৪ উইকেটে ৮৫ রান তুলে ম্যাচ ও সিরিজ জয় নিশ্চিত করে পাকিস্তান। দলের পক্ষে কোমাল খান ২৫ ও আকসা হাবিব ২১ রান করেন। 

বাংলাদেশের অতশি মজুমদার, ফারজানা ইয়াসমিন ও হাবিবা ১টি করে উইকেট নেন। 

ম্যাচ সেরা হন পাকিস্তানের বারিরা সাইফ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2