ক্রাইস্টচার্চে তোপের মুখে ওয়েস্ট ইন্ডিজ, তিনদিনেই জিতলো নিউজিল্যান্ড
দুই কিউই পেসার জেকব ডাফি ও মাইকেল রাইয়ের বোলিং তোপে ওয়েলিংটন টেস্টে তিন দিনেই হার দেখলো ওয়েস্ট ইন্ডিজ। ৯ উইকেটের জয়ে নিউজিল্যান্ড তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেলো ১-০ ব্যবধানে। ক্রাইস্টচার্চে প্রথম টেস্ট ড্র হয়েছিলো।
প্রথম দুই দিনে ম্যাচে লড়াই হয়েছিলো জমজমাট। তৃতীয় দিনে লড়াই শুধু একতরফা হলো না, ম্যাচের ফয়সালাও হয়ে গেলো। দুর্দান্ত বোলিংয়ে পার্থক্য গড়ে দিলেন দুই পেসার জেকব ডাফি ও মাইকেল রাই। আগের টেস্টে চতুর্থ ইনিংসে প্রায় দুই দিন টানা ব্যাট করে ম্যাচ বাঁচানো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং এবার ভেঙে পড়লো হুড়মুড়িয়ে। ২
উইকেটে ৩২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করা সফরকারী দলের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ৪৬ ওভার দুই বলে ১২৮ রানে। ৩৮ রানে পাঁচ উইকেট নিয়ে ক্যারিবিয়ান ব্যাটিংয়ে ধস নামান জেকব ডাফি। ক্যারিয়ারে দ্বিতীয় টেস্টের পর তৃতীয় টেস্টেও পাঁচ উইকেট নেওয়া এই ফাস্ট বোলারই হন ম্যচ সেরা।
এই টেস্টে অভিষেক হওয়া কিউই ফাস্ট বোলার মাইকেল রাই প্রথম ইনিংসের তিন উইকেটের সঙ্গে দ্বিতীয় ইনিংসে যোগ করেন আরও তিনটি। ক্যারিবিয়ান ব্যাটিংয়ে চার নম্বরে নেমে কাভেন হজ সর্বোচ্চ ৩৫ রান করেন।
প্রথম ইনিংসে ৭৩ রানে এগিয়ে থাকা নিউজিল্যান্ড ৫৬ রানের লক্ষ্যে পৌঁছে যায় ১০ ওভারেই। অধিনায়ক টম ল্যাথাম ৯ করে ফেরার পর ডেভন কনওয়ে ২৮, কেন উইলিয়ামসন ১৬ রানে অপরাজিত থাকেন।
বিভি/এজেড




মন্তব্য করুন: