চোট নিয়ে সাইড বেঞ্চে এমবাপ্পে, মাঠে ধুঁকছে রিয়াল মাদ্রিদ
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে স্কোয়াডে থেকেও মাঠে নামেননি কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকাকে নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। স্প্যানিশ লা লিগায় আলাভেসের বিপক্ষে রবিবার রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে।
ঘরের মাঠে বুধবার ম্যানসিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ২-১ গোলে হেরে যায় রিয়াল। বাঁ-পায়ের পেশিতে চোট পাওয়া এমবাপ্পে পুরো সময় বেঞ্চে কাটান। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ আট ম্যাচের মাত্র দুটিতে জয় পাওয়া মাদ্রিদ জায়ান্টরা আগামী রবিবার ঘরোয়া লিগে আলাভেসের মাঠে খেলবে। এই ম্যাচেও এমবাপ্পেকে না পেলে রিয়ালের জন্য তা হবে বড় ধাক্কা।
তার পেশির চোট গুরুতর না হলেও সিটির বিপক্ষে তাকে নিয়ে ঝুঁকি নেননি জাভি আলোন্সো। অবশ্য ম্যাচের পর ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডের ফিটনেস নিয়ে নিশ্চিত করে কিছু বলেননি স্প্যানিশ কোচ। রিয়াল অনেকটাই এমবাপ্পের ওপর নির্ভরশীল বলে এক ধরনের আলোচনা আছে। পরিসংখ্যানও তেমন ইঙ্গিত দেয়।
এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে ২৫ গোল করার পাশাপাশি চারটি আসিস্ট করেছেন ২৬ বছরের ফরাসি তারকা। মৌসুমে এখন পর্যন্ত দলের ৪৫ গোলের ৬৪ শতাংশই তার।
লা লিগায় সবশেষ সেল্তা ভিগোর বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়া রিয়াল ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকলেও শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান তাদের ৪ পয়েন্ট।
বিভি/এজেড




মন্তব্য করুন: