যুব এশিয়া কাপ: জুনিয়র টাইগারদের হ্যাটট্রিক শিরোপা জয়ের চ্যালেঞ্জ
হ্যাটট্রিক শিরোপা জয়ের চ্যালেঞ্জে যুব এশিয়া কাপে কাল প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। দুবাইয়ে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়। বড় জয়ে টুর্নামেন্ট শুরু ভারত ও পাকিস্তানের।
দুটি গ্রুপে আট দল লড়ছে এবারের আসরে। গ্রপ 'এ' তে আছে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া এবং আমিরাত। গ্রুপ 'বি' তে খেলছে বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তান ও নেপাল। গ্রুপ পর্বে প্রথম ম্যাচের জন্য প্রস্তুত আজিজুল হাকিমের দল।
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের জন্য দুবাই লাকি গ্রাউন্ড। গত দুই আসরে এই ভেন্যুতেই ব্যাক টু ব্যাক শিরোপা জিতেছে তারা। তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে প্রথম ম্যাচ থেকেই ধাপে ধাপে এগিয়ে যেতে চায় জুনিয়র টাইগাররা। প্রতিপক্ষ আফগানিস্তানের শক্তি ও সামর্থ্য বিশ্লেষন করে নিজেদের পরিকল্পনা সাজিয়েছেন দলের কোচ।
এদিকে টুর্নামেন্টের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে ভারতের যুবারা ২৩৪ রানে হারায় সংযুক্ত আরব আমিরাতকে। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৪৩৩ রান করে জুনিয়র টিম ইন্ডিয়া। জবাবে ৭ উইকেটে ১৯৯ রানে শেষ হয় স্বাগতিকদের ইনিংস।
অন্য ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ৩ উইকেটে ৩৪৫ রানের জবাবে মাত্র ৪৮ রানে গুটিয়ে যায় মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ দল। ২৯৭ রানে জয় পায় পাকিস্তানের যুবারা। টুর্নামেন্টের ফাইনাল হবে ২১ ডিসেম্বর।
বিভি/এজেড




মন্তব্য করুন: