• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

ফিফার বর্ষসেরা পুরস্কার ঘোষণা আজ, কার হাতে উঠবে ‘দ্য বেস্ট’?

প্রকাশিত: ০৮:৫৬, ১৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ফিফার বর্ষসেরা পুরস্কার ঘোষণা আজ, কার হাতে উঠবে ‘দ্য বেস্ট’?

বিশ্ব ফুটবলের অন্যতম সম্মানজনক পুরস্কার ‘ফিফা দ্য বেস্ট’।  ফিফার বর্ষসেরা ‘দ্য বেস্ট’ পুরস্কারে বিজয়ীদের নাম ঘোষণা আজ। কাতারের দোহায় বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি।

এবারের আসরে ছেলে ও মেয়েদের ফুটবলে বর্ষসেরা খেলোয়াড় ও কোচের পুরস্কার ছাড়াও বর্ষসেরা গোলরক্ষক, সেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ড, ফেয়ার প্লে অ্যাওয়ার্ড এবং বর্ষসেরা সমর্থক দলসহ মোট ৮টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে। 

কাতারের দোহায় বসছে তারকাদের এই মিলনমেলা। দোহার অভিজাত ফেয়ারমন্ট কাতারা হলের জমকালো গালা ডিনারে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম।

ছেলেদের বর্ষসেরা ফুটবলারের ট্রফির লড়াইয়ে সেরা ১১ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে, লামিনে ইয়ামাল, পেদ্রি, হ্যারি কেইন ও মোহাম্মদ সালাহর মতো তারকারা। এছাড়াও আছেন কোল পালমার, উসমান দেম্বেলে, ভিতিনিয়া, রাফিনিয়া, আশরাফ হাকিমি ও নুনো মেন্দেজ। 

ফিফার অন্তর্ভুক্ত সদস্য দেশগুলোর জাতীয় দলের অধিনায়ক, কোচ এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ভোটে নির্বাচিত করা হয়েছে বিজয়ীদের। এছাড়াও বিশ্বজুড়ে ১ কোটি ৬০ লাখের বেশি সমর্থক ভোট দিয়েছেন অনলাইনে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2