পাত্তা পেল না নেপাল, যুব এশিয়া কাপে সেমির দ্বারপ্রান্তে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশনে দারুণভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের যুবারা। আফগানিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপ শুরু করা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দ্বিতীয় ম্যাচেও দারুণ জয় পেয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। ৭ উইকেটের জয়ে সেমিতে এক পা দিয়ে রাখল বাংলাদেশ। আগে ব্যাটিং করে ৩১.১ ওভারে ১৩০ রানে গুটিয়ে যায় নেপাল। জবাবে ২৪.৫ ওভারে ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে যুবা টাইগাররা।
দুবাইয়ের সেভেন স্টেডিয়ামে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের দলনায়ক আজিজুল হাকিম। মো. সবুজ, সাদ ইসলাম, শাহরিয়ার আহমেদ ও আজিজুল হাকিমদের বোলিং তোপে এলোমেলো হয়ে যায় নেপালের ব্যাটিং লাইন।
শাহিল ও নিরজের ৪০ রানের ওপেনিং জুটিই ছিল নেপালের ইনিংসে সর্বোচ্চ রানের জুটি। পরের ৪১ রানে ৫টি এবং শেষ ৪৯ রানে ৪টি উইকেটের পতন ঘটে নেপালের। হিমালয়ের পাদদেশের টিমের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস ছিল অলরাউন্ডার অভিষেক তিওয়ারির, ৪৩ বলে ৩০ রান।
এছাড়া উইকেটকিপার ব্যাটার আশিষ লুহার ৪১ বলে ২৩, ওপেনার শাহিল প্যাটেল ২৫ বলে ১৮, নিরজ কুমার ২৭ বলে ১৪ রান করেন। বাকিরা আর কেউই তেমন রান করতে পারেননি।
বাংলাদেশের হয়ে মো. সবুজ ২৭ বলে ৩টি উইকেট নেন। এছাড়া সাদ ইসলাম, শাহরিয়ার ও আজিজুল হাকিম দুটি করে উইকেট নেন।
১৩১ রানের ছোট লক্ষ্য সামনে নিয়ে ক্রিজে নেমে ওপেনার রিফাত বেগ ২৮ রানের মাথায় ফিরে যাওয়ার পর আজিজুল হাকিমও ফিরে যান ২৯ রানের মাথায়। এরপর ৯২ রানের জুটি গড়ে দলের জয়ের ভিত গড়ে দেন আরেক ওপেনার জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিক।
৬৬ বলে ৩৪ রান করে কালাম সিদ্দিক ফিরে গেলেও আবরার ছিলেন অনবদ্য। ৬৮ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেন। সাথে ৮ বলে ১২ রান করে জয়ের বন্দরে ভিড়তে সঙ্গ দেন রিজান হোসেন। ১৫১ বল হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
আগামী বুধবার সকালে গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে জাওয়াদ আবরাররা। ওই ম্যাচ জিতলে কোনো সমীকরণ লাগবে না। আর হারলেও সেমিতে যাওয়ার সুযোগ থাকবে। সেক্ষেত্রে নজর রাখতে হবে নেপাল-আফগানিস্তান ম্যাচেও।
বিভি/এজেড




মন্তব্য করুন: