প্রিমিয়ার লিগে ১০৪ গোল নিয়ে রোনালদোকে পেছনে ফেললেন হালান্ড
আর্লিং হালান্ডের কীর্তি গড়ার ম্যাচে ওয়েস্ট হ্যামকে ৩-০ গোলে উড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার (২০ ডিসেম্বর) নরওয়ের তারকা জোড়া গোল করে ইংল্যান্ডের শীর্ষ লিগে ক্রিশ্চিয়ানো রেনালদোর ১০৩ গোল টপকে যান।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে পঞ্চম মিনিটে ওয়েস্ট হ্যামের জালে বল পাঠান সিটির হালান্ড। ফিল ফোডেনের কাছ থেকে বল পেয়ে গতিময় শটে দ্বিতীয় প্রচেষ্টায় লক্ষ্যভেদ করেন নরওয়ের ২৫ বছরের তারকা স্ট্রাইকার। এই গোলে ইংল্যান্ডের শীর্ষ লিগে গোলের তালিকায় পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর ১০৩ গোল স্পর্শ করেন হালান্ড। ৩৮ মিনিটে তার পাস থেকে টিজার রেইন্ডার্স ব্যবধান দ্বিগুন করেন।
দ্বিতীয়ার্ধে অতিথিদের সুযোগ মিসের বিপরীতে হালান্ড ৬৯ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন। প্রিমিয়ার লিগে ১০৪ গোল নিয়ে পেছনে ফেলেন রোনালদোকে। যোগ করা সময়ে হ্যাটট্রিকের দারুণ সুযোগ হাতছাড়া করেন হলান্ড। তার শট বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে। এই জয়ে ১৭ খেলায় ৩৭ পয়েন্ট নিয়ে অ্যাস্টন ভিলাকে চার পয়েন্ট দূরে রেখে দ্বিতীয় স্থান শক্ত করলো পেপ গার্দিওলার দল। সমান ম্যাচে দুই পয়েন্ট বেশি নিয়ে লিগ শীর্ষে থাকা আর্সেনাল এই রাউন্ডে এভারটনের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফেরে। ২৭ মিনিটে সুইডিশ স্ট্রাইকার ভিক্তর গিওকেরেস পেনাল্টি থেকে গোল করে ম্যাচের পার্থক্য গড়ে দেন।
বিভি/এসজি




মন্তব্য করুন: