• NEWS PORTAL

  • শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

জয় দিয়ে বিপিএল শুরু চট্টগ্রাম র‍য়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্সের

প্রকাশিত: ০৮:৫৯, ২৭ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জয় দিয়ে বিপিএল শুরু চট্টগ্রাম র‍য়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্সের

জয় দিয়ে বিপিএলে শুভ সূচনা করেছে চট্টগ্রাম র‍য়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। সিলেটে শান্ত'র অনবদ্য সেঞ্চুরিতে সিলেট টাইটান্সকে ৮ উইকেটে হারায় রাজশাহী। নবাগত নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ৬৫ রানে জয় পায় চট্টগ্রাম। ট্রফি ছাড়াই হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। স্মরণ করা হয় জুলাই যোদ্ধা শহিদ ওসমান হাদিকে। টুর্নামেন্ট উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বিপিএল সিজন টুয়েলভের যাত্রা শুরু হয়েছে সিলেট পর্ব দিয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নোয়াখালীর বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নেয় চট্টগ্রাম। দলীয় ২৯ এ ফিরে যান নাইম শেখ। একপ্রান্ত ধরে খেলতে থাকেন মির্জা বেগ। অধিনায়ক মেহেদী মিরাজ ২৬ রান করেন। ৮০ তে হাসান মাহমুদের এলবিডব্লিউর শিকার হন মির্জা। ৬ উইকেটে ১৭৪ রান তোলে চট্টগ্রাম রয়্যালস।

জবাবে তানভির, শরিফুলদের বোলিং তোপে চাপে পড়ে নোয়াখালীর ব্যাটসম্যানরা। মাজ সাদাকাত ৩৮ ও হায়দার আলি ২৮ করেন। তানভির ইসলাম নেন ৩ উইকেট। মেহেদী, অংকন ও শরিফুলের শিকার ২টি করে। ১০৯ রানে গুটিয়ে যায় নোয়াখালী। ম্যাচ জিতে নেয় মিরাজের দল।

এর আগের দিনের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৯০ রানের বড় স্কোর গড়ে সিলেট টাইটান্স। রনি ৪১ ও আফিফ ৩৩ রান করেন। ৬৫ তে অপরাজিত থাকেন ইমন।

জবাবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত'র ক্যাপ্টেন্স নক ব্যাটিংয়ে জয়ের পথে এগিয়ে যায় রাজশাহী। শাহিবজাদা ফারহান ২০ রান করেন। আগ্রাসী ব্যাটিংয়ে আসরের প্রথম শতকের রেকর্ড গড়েন শান্ত। খেলেন ৫৮ বল। ২ উইকেটে ১৯২ রান তুলে দুই বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় রাজশাহী। শান্ত ১০১ ও মুশফিক ৫১ রানে অপরাজিত থাকেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2