• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

অ্যাস্টন ভিলাকে উড়িয়ে শীর্ষস্থান আরও শক্ত করলো আর্সেনাল 

প্রকাশিত: ১০:২৫, ৩১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
অ্যাস্টন ভিলাকে উড়িয়ে শীর্ষস্থান আরও শক্ত করলো আর্সেনাল 

ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান আরও শক্ত করেছে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার লিগ লিডারদের জয় ৪-১ ব্যবধানে। এই জয়ে শীর্ষস্থানের লড়াইয়ে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে পাঁচ পয়েন্ট পেছনে ফেললো মিকেল আর্তেতার দল। 

চলতি লিগে টানা আট ম্যাচ জয়ের পাশাপাশি ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে সবশেষ মুখোমুখিতেও জয় নিয়ে এমিরেটস স্টেডিয়ামে ম্যাচটি খেলতে নেমেছিলো ভিলা। সব মিলিয়ে ভিলার টানা ১১ ম্যাচ জয়ের আত্মবিশ্বাসে আর্সেনাল এদিন ম্যাচের শুরু থেকে চিড় ধরিয়ে ৪৮ মিনিটে এগিয়ে যায়। কর্নার থেকে উড়ে আসা বল আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের গ্লাভস হয়ে গ্যাব্রিয়েল মাগালিয়াসের শরীরে লেগে গোললাইন পেরিয়ে যায়। চার মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুন করেন মার্তিন সুবিমেন্দি। 

৬৯ মিনিটে লিয়ান্দ্রো ত্রোসার আর ৭৭ মিনিটে বদলি নামা গ্যাব্রিয়েল জেসুস পরের মিনিটে গোল করে স্কোরলাইন ৪-০ করেন। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ভিলার ওলি ওয়াটকিন্স একটি গোল শোধ দিয়ে তার ৩০তম জন্মদিন রাঙ্গান। ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে সিটিকে পাঁচ পয়েন্ট দূরে রেখে লিগ শীর্ষস্থান শক্ত করলো আর্সেনাল। সমান খেলায় ভিলা ৩৯ পয়েন্ট নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলকে ৭ ও চেলসিকে ৯ পয়েন্ট পেছনে ফেলে তিনে রয়েছে। একটি ম্যাচ কম খেলেছে লিভারপুল। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2