সবচেয়ে কম ম্যাচ খেলে ৪০০ উইকেট নেওয়ার কৃতিত্ব মুস্তাফিজের
বর্ণাঢ্য ক্যারিয়ারে আরেকটি মাইলফলক ছুলেন কার্টার মাস্টার মুস্তাফিজ। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম ম্যাচে ৪০০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন মিস্টার ফিজ।
শুক্রবার (২ জানুয়ারি) সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের বিপক্ষে ২৪ রানে তিন উইকেট নিয়েছেন মুস্তাফিজ। সেখানে সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে আউট করে টি-টোয়েন্টিতে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ৪০০ উইকেট নেওয়ার মাইলফলকে পৌঁছান মুস্তাফিজ।
৩১৫ ম্যাচ খেলে এই রেকর্ড গড়েছেন ফিজ। যদিও বাংলাদেশি বোলারদের মধ্যে টি-টোয়েন্টি ফরম্যাটে সবার আগে ৪০০ উইকেট নেন সাকিব আল হাসান। ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সনে ৪৬৮ ম্যাচে ৫০৭ উইকেট নিয়ে বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট দখলের রেকর্ডটি নিজের কাছেই রেখেছেন সাকিব। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় সাকিব আছেন পাঁচ নম্বরে। সিলেটের বিপক্ষে এই পারফরম্যান্সে মুস্তাফিজ তালিকায় সেরা দশে প্রবেশ করছেন।
টি-টোয়েন্টি বোলিংয়ে সবার ওপরে আছেন আফগান লেগ-স্পিনার রশিদ খান। ৫০৭ ম্যাচে ৬৮৫টি উইকেট নিয়েছেন রশিদ। এরপরই সাবেক ক্যারিবীয় তারকা ডোয়াইন ব্রাভো ৬৩১টি উইকেট নিয়ে আছেন দুই নম্বর অবস্থানে। ওয়েস্ট ইন্ডিজের আরেক সফল টি-টোয়েন্টি ক্রিকেটার সুনিল নারিন ৬০৮ উইকেট নিয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট টেকার। দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহির ৫৭০ উইকেট নিয়ে টেবিলে চার নম্বরে আছেন। এরপরই সাকিবকের অবস্থান।
বিভি/এসজি




মন্তব্য করুন: