• NEWS PORTAL

  • সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে বিসিবির বক্তব্য

প্রকাশিত: ১৯:২০, ৩ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে বিসিবির বক্তব্য

ছবি: সংগৃহীত

আইপিএলে প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে জড়ানোর সুযোগ ছিলো মুস্তাফিজুর রহমানের। ৯.২০ কোটি রুপিতে নিলাম থেকে তাকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশি এই তারকাকে কলকাতা স্কোয়াড থেকে আজ বাদ দিয়েছে।

ভারতজুড়ে বাংলাদেশি ক্রিকেটারকে বাদ দিতে বিক্ষোভ করে আসছিলো কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। যার রেশ ধরে বিসিসিআই ফিজকে বাদ দেওয়ার নির্দেশনা দেয়। যা বাংলাদেশ-ভারতের ক্রিকেটীয় সম্পর্কের ভবিষ্যতকেও শঙ্কায় ফেলেছে!

মুস্তাফিজের আইপিএল খেলতে না পারা নিয়ে আজ বিকালে সিলেটে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানান রাত সাড়ে নয়টায় জরুরি একটি সভা ডেকেছে বোর্ড। সেই সভার পর এ প্রসঙ্গে বিস্তারিত জানাবে বিসিবি।

বুলবুল বলেন, ‘আমাদের কাছে যতোটুকু তথ্য আছে আমাদের কাউন্টার পার্ট হচ্ছে বিসিসিআই। আমরা আইসিসির অধীনে ইভেন্ট খেলি। আর মুস্তাফিজুর রহমানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে যাওয়ার কথা ছিলো। এটুকু তথ্য আমাদের কাছে আছে। এরপর আনুষ্ঠানিক কোনো বিবৃতি বা তথ্য আমরা পাইনি। পাওয়ার পরে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করবো।’

মূলত নিরাপত্তা শঙ্কায় মুস্তাফিজকে আইপিএলে খেলার অনুমতি দিচ্ছে না ভারত সরকার। কলকাতা জানিয়েছে, ‘বিসিসিআইয়ের নির্দেশনা অনুসারে সকল প্রক্রিয়া ও অভ্যন্তরীণ পরামর্শের পর তাকে (মুস্তাফিজ) ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএলের নীতিমালা অনুসারে কলকাতাকে বদলি ক্রিকেটার নেওয়ারও অনুমোদন দিয়েছে বিসিসিআই। দ্রুততম সময়ের মধ্যে আরও বিস্তারিত জানানো হবে।’

বাংলাদেশি এই পেসারের নিরাপত্তা শঙ্কা এখন ক্রিকেট ছাপিয়ে দুই দেশের কূটনৈতিক অঙ্গন পর্যন্ত যেতে পারে। কারণ ভারতীয় সরকার এখানে সরাসরি হস্তক্ষেপ করেছে। ক্রিকেটীয় বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপের ফলে দুই দেশের ক্রিকেট বন্ধনে ফাটল ধরতে পারে!

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2