• NEWS PORTAL

  • সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

আইপিএল থেকে বাদ মুস্তাফিজ, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে?

প্রকাশিত: ১৭:৩৯, ৩ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
আইপিএল থেকে বাদ মুস্তাফিজ, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে?

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিলো মুস্তাফিজুর রহমানের। তবে আসর শুরুর আগেই তাকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বোর্ডের নির্দেশ মেনে বাংলাদেশি এই পেসারকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্যাঞ্চাইজিটি।

মূলত নিরাপত্তা শঙ্কায় মুস্তাফিজকে আইপিএলে খেলার অনুমতি দিচ্ছে না ভারত সরকার। কলকাতা জানিয়েছে, ‘বিসিসিআইয়ের নির্দেশনা অনুসারে সকল প্রক্রিয়া ও অভ্যন্তরীণ পরামর্শের পর তাকে (মুস্তাফিজ) ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএলের নীতিমালা অনুসারে কলকাতাকে বদলি ক্রিকেটার নেওয়ারও অনুমোদন দিয়েছে বিসিসিআই। দ্রুততম সময়ের মধ্যে আরও বিস্তারিত জানানো হবে।’

বাংলাদেশি এই পেসারের নিরাপত্তা শঙ্কা এখন ক্রিকেট ছাপিয়ে দুই দেশের কূটনৈতিক অঙ্গন পর্যন্ত যেতে পারে। কারণ ভারতীয় সরকার এখানে সরাসরি হস্তক্ষেপ করেছে। ক্রিকেটীয় বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপের ফলে দুই দেশের ক্রিকেট বন্ধনে ফাটল ধরতে পারে!

গত কয়েক মাসে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কেও খানিকটা অবনতি হয়েছে বাংলাদেশের, এটা সবারই জানা। তবে এতোদিন প্রকাশ্যে দুই দেশের কেউই সম্পর্কের অবনতির ব্যাপারটি সামনে আনেনি। তবে ভারত এবার মুস্তাফিজকে আইপিএলে খেলতে না দিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে অবনতির ব্যাপারটিও সামনে এনেছে।

ভারতের এমন সিদ্ধান্তে ক্রিকেট পাড়ায় ব্যাপক সমালোচনা হচ্ছে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, ভারত যদি একজন বাংলাদেশি ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরো বাংলাদেশ দলকে কীভাবে নিরাপত্তা দেবে? বাংলাদেশি সমর্থকদের এমন দাবি একেবারেই যে অযৌক্তিক তা কিন্তু নয়। তবে সেটা এখন নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর।

মুস্তাফিজকে আনুষ্ঠানিকভাবে দল থেকে বাদ দেওয়ার কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো মুস্তাফিজ কিংবা বিসিবির পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। তবে মুস্তাফিজের ঘটনার পর বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে নিশ্চিত ভাবেই ভাববে বিসিবি।

আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে এবারের টি-টোয়েন্টি বিশকাপের। এই আসরের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। আসরে গ্রুপ পর্বে দুই দেশেই ম্যাচ খেলার কথা বাংলাদেশের।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2