• NEWS PORTAL

  • শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিতে বললো ভারতীয় বোর্ড!

প্রকাশিত: ১২:২৯, ৩ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিতে বললো ভারতীয় বোর্ড!

গতকালই যে মুস্তাফিজুর রহমান দ্রুততম ৪০০ উইকেটের রেকর্ড গড়েছিলেন, একদিন পরই সেই মুস্তাফিজকে দুঃসংবাদ দিলো ভারতীয় ক্রিকেট বোর্ড। গত কয়েক বছর ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের হয়ে একমাত্র প্রতিনিধিত্ব করছেন মুস্তাফিজ। এবারও মিলেছিলো খেলার সুযোগ। তবে সেটা বোধহয় আর চূড়ান্ত হচ্ছে না।

বাংলাদেশের অভ্যন্তরীন ঘটনা নিয়ে ভারতে বেশ উত্তেজনা সৃষ্টি হয়। এতে করে কাটার মাস্টারের আসন্ন আইপিএলে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। বেশ কয়েকদিন ধরে বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন করে আসছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। যার প্রতিক্রিয়ায় এবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই মুস্তাফিজকে কলকাতার স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, ‘দেশজুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে একজন ক্রিকেটার ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে। বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর বিকল্প যেকোনো ক্রিকেটারকেই তাদের পছন্দমতো নেওয়ার সুযোগ দেবে বিসিসিআই। সংস্থার পক্ষ থেকে সেই অনুমোদন দেওয়া হয়েছে।’

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত বৃহস্পতিবার বিসিসিআই আইপিএলে বাংলাদেশের খেলোয়াড়দের অংশগ্রহণের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। বোর্ডের সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, ভারত সরকারের তরফ থেকে এ বিষয়ে এখনো কোনো নির্দেশনা তারা পায়নি। আইপিএলে বাংলাদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ থেকে বিরত রাখার বিষয়ে সরকারের তরফ থেকে বিসিসিআই এখনো কোনো নির্দেশনা পায়নি বলে জানিয়েছে সেই সূত্র।

এবারের আইপিএল নিলামে ইতিহাস গড়ে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা দলে নিয়েছিল মুস্তাফিজকে। যা বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ দাম। কিন্তু সেই মুস্তাফিজকে হয়তো দেখা যাবে না আইপিএলে।
 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2