সিলেটকে হারিয়ে বিপিএল পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম
বিপিএল টি-টোয়েন্টিতে সিলেট টাইট্যান্সকে ১৪ রানে হারিয়ে ৬ ম্যাচে ৪ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। সিলেটে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৯৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে চট্টগ্রাম। জবাবে ২ বল আগে ১৮৪ রানে আলআউট হয় সিলেট।
পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার জন্য ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ছিলো। সেখানে টসে হেরে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামকে ভালো সূচনা এনে দেন টপ অর্ডার ব্যাটাররা। মো. নাইম ১৮ করে ফিরে গেলেও, অ্যাডাম রসেংটনের ৪৯ এবং মাহমুদুল হাসান জয়ের ২১ বলে ৪ ছক্কায় ৪৪ রানের ঝড়ে; বড় স্কোরের ভীত পায় চট্টগ্রাম।
শেষ দিকে হাসান নওয়াজের ২৫, পাকিস্তানী ব্যাটার আসিফ আলীর ১৩ এবং অধিনায়ক মাহাদী হাসানের ১৩ বলে অপরাজিত ৩৩ রানের তান্ডবে, ৫ উইকেটে ১৯৮ রান তুলে বিপিএল এবারের আসরে সর্বোচ্চ দলীয় ইনিংস গড়ে চট্টগ্রাম। সিলেটের পক্ষে রুয়ের মিয়া ৪১ রানে ৩ উইকেট নিয়েছেন।
জবাবে ব্যক্তিগত ২ রানে পারভেজ ইমন ফিরে গেলে হোচট খায় সিলেট। এরপর তৌফিক খান ২৩, রনি তালুকদার ৬, মঈন আলী ১৩, আফিফ হোসেন ৪৬ করে আউট হলে; ৯৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট।
এরপর, আজমতউল্লাহ ওমরজাই ১৮, ইথেন ব্রুকস ২০ করে ফিরে গেলে জয়ের রাস্তা কঠিন হয়ে যায় সিলেটের। শেষদিকে অধিনায়ক মিরাজ ১৭ এবং খালেদ আহমেদ ৯ বলে ৩ ছক্কায় ২৫ করলেও ৭ ম্যাচে চতুর্থ পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় সিলেটকে। পাকিস্তানি পেসার হাসান জামিল ৩৪ রানে ৪টি, শরিফুল ইসলাম ও তানভীর ইসলাম দুটি করে উইকেট নিয়ে চট্টগ্রামকে শীর্ষে তুলে নেন।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: