• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

সিদ্ধান্তে অটল ক্রিকেটাররা, অনিশ্চয়তায় বিপিএল ঢাকা পর্ব

প্রকাশিত: ১২:১১, ১৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৩:২৪, ১৫ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
সিদ্ধান্তে অটল ক্রিকেটাররা, অনিশ্চয়তায় বিপিএল ঢাকা পর্ব

বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবির পরিচালক নাজমুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত মাঠে না ফেরার দাবীতে অনঢ় ক্রিকেটাররা। এতে অনিশ্চিয়তায় পড়েছে বিপিএল ঢাকা পর্ব।  মিরপুরে দিনের প্রথম ম্যাচ খেলতে এখনো মাঠে আসেনি চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের ক্রিকেটাররা। দুপুর ১টায় সংবাদ সম্মেলন করবে কোয়াব।

সিলেট পর্ব শেষে দুই দিন বিরতির পর আজ ঢাকায় শুরু হবার কথা বিপিএল। মিরপুরে ফিক্সচার অনুযায়ী দুপুর ১টায় মুখোমুখি হবার কথা চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের। এরপর সন্ধ্যা ৬টার ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রাজশাহী ওয়্যারিয়র্স এর বিপক্ষে লড়ার কথা তৃতীয় স্থানে থাকা সিলেট টাইটান্সের। কিন্তু নাজমুল ইস্যুতে বিপিএল এর ঢাকা পর্বের শুরু এখন অনিশ্চিয়তায় পড়েছে। 

মুস্তাফিজ ও ভারতে নিরাপত্তা ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বিসিবির ভেন্যু পরিবর্তনের দাবী- সব কিছুকে ছাপিয়ে এখন আলোচনা ও বির্তকের কেন্দ্রবিন্দুতে বিসিবির পরিচালক এম. নাজমুল ইসলাম। তামিম ইকবালকে ভারতের দালাল বলার পর এবার ক্রিকেটারদের নিয়ে বির্তকিত মন্তব্য করায়, নাজমুলের পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে ক্রিকেটার্স এসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। 

সংগঠনের সভাপতি মোহাম্মদ মিঠুন এখনো তাদের পূর্ব ঘোষনায় অটল। এদিকে নাজমুলের কাছে ৪৮ ঘন্টার মধ্যে জবাব চেয়ে কারন দর্শানো নোটিশ দিয়েছে বিসিবি। একই সাথে নাজমুলের বক্তব্যকে তার ব্যক্তিগত উল্লাখ করে, ক্রিকেটারদের কাছে দুঃখ প্রকাশ করেছে বোর্ড। বিসিবির পক্ষে পরিস্কার করা হয়েছে, কোনো পরিচালকের ব্যক্তিগত মন্তব্যের দায় বোর্ড বহন করবে না এবং ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: