• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

ক্রিকেটারদের দাবি মানলো বিসিবি, সব দায়িত্ব থেকে নাজমুলকে অব্যাহতি

প্রকাশিত: ১৬:০৫, ১৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৪০, ১৫ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ক্রিকেটারদের দাবি মানলো বিসিবি, সব দায়িত্ব থেকে নাজমুলকে অব্যাহতি

ক্রিকেটারদের দাবির মুখে অর্থ কমিটির প্রধানের পদসহ বিসিবির সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে। অনলাইনে অনুষ্ঠিত এক জরুরি সভায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সূত্র।

কিছুক্ষণের মধ্যেই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা।

তবে নিজ থেকে পদত্যাগ না করলে বোর্ড পরিচালকের পদ থেকে নাজমুলকে সরাতে পারবে না বিসিবি। বিসিবির গঠণতন্ত্র অনুযায়ী শুধু মৃত্যু হলে, মানসিক ভারসাম্য হারালে, শৃঙ্খলাজনিত শাস্তি হলে, অর্থনৈতিভাবে দেওলিয়া হলে, পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে অথবা নিজ থেকে পদত্যাগ না করলে কারও পরিচালক পদ শূন্য হয় না। এখানে প্রথম পাঁচটি কারণ নাজমুলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে তিনি নিজ থেকে পদত্যাগ করলে সমস্যার সমাধান হতে পারে।

উল্লেখ্য যে বিসিবির গঠণতন্ত্রে ক্রিকেটারদের জন্য আচরণবিধির কথা বলা থাকলেও পরিচালকদের জন্য কোনো আচরণবিধি নেই, যেটি অন্য সব দেশের ক্রিকেট বোর্ডে আছে। এ কারণে শৃঙ্খলার বাইরে কিছু করলেও তাদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া যায় না।

বর্তমানে বিসিবির পরিচালক নাজমুল অর্থ কমিটির প্রধানের দায়িত্ব ছাড়া আর কোনো দায়িত্বে নেই। বিসিবির একাধিক সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে, জরুরি সভায় সিদ্ধান্ত হয়েছে তাকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার। তাকে অন্য সব ধরনের কর্মকাণ্ড থেকেও দূরে রাখার সিদ্ধান্ত হয়েছে। ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি থেকে নাজমুল এবারই প্রথম বোর্ড পরিচালক হয়েছিলেন।

বিভি/টিটি

মন্তব্য করুন: