• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে পারে বিপিএল! 

প্রকাশিত: ১৭:০৮, ১৫ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে পারে বিপিএল! 

দেশের ক্রিকেটাঙ্গনে বিরাজ করছে বৈরি পরিবেশ। বিসিবির ফিন্যান্স কমিটির চেয়ারম্যান পদ থেকে পরিচালক এম নাজমুল ইসলামকে সরিয়ে দেয়ার দাবিতে ক্রিকেটাররা বিক্ষোভ করছেন। এই অবস্থায় ক্রিকেটাররা মাঠে না যাওয়ায় বাতিল হয়েছে ঢাকা পর্বের প্রথম ম্যাচ। এই পরিস্থিতিতে বিপিএল খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়ার আশঙ্কাও দেখছেন অনেকে। 

১৫ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ শুরু না হওয়ার পর দ্বিতীয় ম্যাচও অনিশ্চয়তার মুখে পড়েছে। সন্ধ্যা ৬টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের মধ্যে ম্যাচটি মাঠে না গড়ালে, বিসিবি বিপিএলের দ্বাদশ আসর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার ঘোষণা দিতে পারে।

ক্রিকেটাররা এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করে অনড় থাকায় এবং প্রতিবাদ স্বরূপ মাঠে না নামায় এই অস্থিরতা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এই রকম থাকলে দেশের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল স্থগিত হওয়ার সম্ভাবনা বেড়েই চলছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: