মাঠে নয় হোটেলে জড়ো হচ্ছেন ক্রিকেটাররা, প্রেস কনফারেন্সের ডাক
কিছুক্ষণ পরই বিপিএলের ঢাকাপর্ব শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এখানো মাঠে নেই কোনো ক্রিকেটার। ক্রিকেটারদের আল্টিমেটামের পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেননি এম নাজমুল ইসলাম। এমন অবস্থায় বিপিএলের ম্যাচ বাদ দিয়ে দুপুর একটায় হোটেল শেরাটনে প্রেস কনফারেন্সের ডাক দিয়েছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ মন্তব্যের পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে হয় বিসিবির পরিচালককে। নতুন করে সমালোচনার জন্ম দিয়েছেন ক্রিকেটারদের বেতন নিয়ে বিতর্কিত মন্তব্য করে। বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেয়া হবে কিনা, এমনটা জানতে চেয়েছিলেন সাংবাদিকরা।
এমন প্রশ্নের জবাবে নাজমুল বলেন, ‘ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।’
বিসিবির পরিচালকের এমন মন্তব্যের প্রতিবাদ জানায় কোয়াব। এমনকি বিপিএলের ম্যাচ শুরুর আগে উনি পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বন্ধের হুমকিও দিয়েছে ক্রিকেটারদের সংগঠন। তাদের এমন হুমকির পর মাঝ রাত পর্যন্ত ক্রিকেটারদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেছেন বিসিবির কয়েকজন পরিচালক। যদিও ক্রিকেটাররা তাদের অবস্থানে অনড় ছিলেন।
আজ দুপুর একটায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের খেলা হওয়ার কথা থাকলেও দুপুর ১২টা পর্যন্ত কোন দল মাঠে যায়নি। মাঠে না গিয়ে ক্রিকেটাররা জড়ো হচ্ছেন রাজধানীর শেরাটন হোটেলে। পরবর্তী সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটারদের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে দুপুর একটায় শেরাটন হলে প্রেস কনফারেন্স করবে কোয়াব। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা।
বিভি/এজেড



মন্তব্য করুন: